Mamata Banerjee on Petrol Diesel Price: 'আন্দোলনের আ জানে না!' পেট্রোল- ডিজেলের দাম নিয়ে বিজেপি-কে পাল্টা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি (Mamata Banerjee on Petrol Diesel )৷
#কলকাতা: পেট্রোল- ডিজেলের দাম কমানোর দাবিতে পথে নেমেছে বিজেপি৷ রাজ্য সরকারকেও পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতে হবে, এই দাবিতে আন্দোলন শুরু করেছে তারা৷ এ দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পাল্টা তোপ দেগে বললেন, উত্তর প্রদেশের নির্বাচনের দিকে তাকিয়েই পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel Price) কমানো হয়েছে৷ মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, পেট্রোল- ডিজেল এবং রান্না গ্যাস থেকে কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছে, তা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দিক কেন্দ্র (Mamata Banerjee on Petrol Diesel Price)৷
কয়েকদিন আগেই পেট্রোল, ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে কিছুটা দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর পরই বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্য পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে৷ দাম কমানোর উদ্যোগ নিয়েছে পঞ্জাবের মতো কংগ্রেস শাসিত রাজ্যও৷ সেখানেও অবশ্য সামনের বছর নির্বাচন রয়েছে৷
advertisement
advertisement
এ দিন পেট্রোল- ডিজেলের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে পাল্টা আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, একটানা দাম বাড়িয়ে নির্বাচনের সময় সামান্য দাম কমানো বিজেপি-র বরাবরের কৌশল৷ মুখ্যমন্ত্রী বলেন, 'কিছুই করেনি, না করে আন্দোলন করছে৷ আন্দোলনের আ জানে না৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বিক্রি করে চার লক্ষ কোটি টাকা আয় করেছে৷ চার লক্ষ কোটি টাকা সব রাজ্যকে ভাগ করে দাও৷ ওনারা বাড়াবে আর রাজ্যগুলিকে সব দিয়ে দিতে হবে৷ চার লক্ষ কোটি টাকা মানুষের পকেট কেটে নেবে কেন?'
advertisement
উত্তর প্রদেশে নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দু বছর ধরে বাড়াবে আর যেই নির্বাচন আসবে লোক দেখানো একটু কমাবে৷ ডিজেলের দাম বাড়লে তো সব্জির দাম বাড়বেই৷'
এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি৷ সোমবারই পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে কলকাতায় মিছিলের ডাক দেয় বিজেপি রাজ্য নেতৃত্ব৷ যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ৷ তবে বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছে, এই দাবিতে তাদের আন্দোলন চলবে৷
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য সোমবার স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্যের তরফে নতুন করে আর কোনও ছাড় দেওয়া সম্ভব নয়৷ এ দিনও কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, 'টিকা দিচ্ছে না টাকা দেবে৷' এ দিনও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে বিজেপি-র চাপের কৌশলের কাছে মাথা নত করবে না রাজ্য৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2021 3:55 PM IST