হোম /খবর /কলকাতা /
'আন্দোলনের আ জানে না!' পেট্রোল- ডিজেলের দাম নিয়ে বিজেপি-কে পাল্টা মমতার

Mamata Banerjee on Petrol Diesel Price: 'আন্দোলনের আ জানে না!' পেট্রোল- ডিজেলের দাম নিয়ে বিজেপি-কে পাল্টা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি (Mamata Banerjee on Petrol Diesel )৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পেট্রোল- ডিজেলের দাম কমানোর দাবিতে পথে নেমেছে বিজেপি৷ রাজ্য সরকারকেও পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমাতে হবে, এই দাবিতে আন্দোলন শুরু করেছে তারা৷ এ দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পাল্টা তোপ দেগে বললেন, উত্তর প্রদেশের নির্বাচনের দিকে তাকিয়েই পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel Price) কমানো হয়েছে৷ মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, পেট্রোল- ডিজেল এবং রান্না গ্যাস থেকে কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছে, তা রাজ্যগুলির মধ্যে ভাগ করে দিক কেন্দ্র (Mamata Banerjee on Petrol Diesel Price)৷

কয়েকদিন আগেই পেট্রোল, ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে কিছুটা দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর পরই বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্য পেট্রোল- ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে৷ দাম কমানোর উদ্যোগ নিয়েছে পঞ্জাবের মতো কংগ্রেস শাসিত রাজ্যও৷ সেখানেও অবশ্য সামনের বছর নির্বাচন রয়েছে৷

আরও পড়ুন: 'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা

এ দিন পেট্রোল- ডিজেলের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে পাল্টা আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, একটানা দাম বাড়িয়ে নির্বাচনের সময় সামান্য দাম কমানো বিজেপি-র বরাবরের কৌশল৷ মুখ্যমন্ত্রী বলেন, 'কিছুই করেনি, না করে আন্দোলন করছে৷ আন্দোলনের আ জানে না৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বিক্রি করে চার লক্ষ কোটি টাকা আয় করেছে৷ চার লক্ষ কোটি টাকা সব রাজ্যকে ভাগ করে দাও৷ ওনারা বাড়াবে আর রাজ্যগুলিকে সব দিয়ে দিতে হবে৷ চার লক্ষ কোটি টাকা মানুষের পকেট কেটে নেবে কেন?'

উত্তর প্রদেশে নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দু বছর ধরে বাড়াবে আর যেই নির্বাচন আসবে লোক দেখানো একটু কমাবে৷ ডিজেলের দাম বাড়লে তো সব্জির দাম বাড়বেই৷'

আরও পড়ুন: 'পুজোর ১৫ দিন আগে থেকে আমার সঙ্গে ঝগড়া করতেন!' সুব্রতদাকে 'মিস করছেন' মমতা

এতদিন জ্বালানির দাম কমানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্র দাম কমানোর পর এবার পাল্টা রাজ্য সরকারের উপরে একই চাপ তৈরি করার পথে হাঁটছে বিজেপি৷ সোমবারই পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে কলকাতায় মিছিলের ডাক দেয় বিজেপি রাজ্য নেতৃত্ব৷ যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ৷ তবে বিজেপি নেতারা স্পষ্ট করে দিয়েছে, এই দাবিতে তাদের আন্দোলন চলবে৷

মুখ্যমন্ত্রী অবশ্য সোমবার স্পষ্ট করে দিয়েছিলেন, রাজ্যের তরফে নতুন করে আর কোনও ছাড় দেওয়া সম্ভব নয়৷ এ দিনও কেন্দ্রকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, 'টিকা দিচ্ছে না টাকা দেবে৷' এ দিনও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে বিজেপি-র চাপের কৌশলের কাছে মাথা নত করবে না রাজ্য৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Mamata Banerjee