Mamata Banerjee meeting on Price Hike: বাজার আগুন, এবার আসরে মমতা! আগামিকালই ডাকলেন জরুরি বৈঠক

Last Updated:

গত দু' সপ্তাহেরও বেশি সময় ধরে ক্রমাগত বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম৷ যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা:  নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে৷ রান্নার তেল থেকে শুরু করে সব্জি- মাছ, অথবা হেঁসেলের প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও৷ দ্রব্যমূল্যর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে এবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্ন সূত্রে খবর, আগামিকাল নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা৷ বৈঠকে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি মৎস্য, খাদ্য, খাদ্য সরবরাহ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন৷ কলকাতার মূল বাজারগুলির প্রতিনিধিদেরও বৈঠকে থাকার কথা৷ মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব, কলকাতা পুরসভার কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারও এই বৈঠকে উপস্থিত থাকবেন৷ সবপক্ষের সঙ্গে কথা বলে দাম বাড়ার প্রকৃত কারণ জানতে চান মুখ্যমন্ত্রী৷ তার উপরে ভিত্তি করেই প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি৷
advertisement
advertisement
গত দু' সপ্তাহেরও বেশি সময় ধরে ক্রমাগত বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম৷ যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী৷ বিশেষত মাছ, পেয়াঁজের মতো যে পণ্যগুলির উপরে অন্য রাজ্যের উপরে নির্ভরশীল থাকতে হয়, সেগুলির দাম বেশি বেড়েছে৷ কারণ ডিজেলের দাম বাড়ায় বৃদ্ধি পেয়েছে পরিবহণ খরচ৷
advertisement
অন্যদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হতে না হতেই সেই হুজুগে বেড়ে গিয়েছে ভোজ্য তেলের দাম৷ সবমিলিয়ে সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷
বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে৷ শহর এবং জেলার বাজারগুলিতে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে কি না, তা দেখার কথা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের৷ অতীতেও জিনিসের দাম বাড়লে বিভিন্ন বাজারে হানা দিয়েছেন ইবি আধিকারিকরা৷ বৃহস্পতিবারের বৈঠকে ইবি কর্তাদেরও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
দাম নিয়ন্ত্রণে অতীতে টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার তাঁর হস্তক্ষেপের পর রাজ্যবাসী মূল্যবৃদ্ধির হাত থেকে পরিত্রাণ পান কি না, সেটাই দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee meeting on Price Hike: বাজার আগুন, এবার আসরে মমতা! আগামিকালই ডাকলেন জরুরি বৈঠক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement