তৃণমূলে কি এবার এক পদ, এক ব্যক্তি? সংগঠন ঢেলে সাজাতে বৈঠক ডাকলেন মমতা
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
করোনা অধ্যায় ও ঘূর্ণি ঝড় ইয়াসের পরে দলের সাংগঠনিক নেতৃত্ব পুরোপুরি ভাবে রাস্তায় নেমে গেছে। তাদের কাজের প্রশংসা করেছেন খোদ দলনেত্রী।
#কলকাতা: বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক ফল। এবার নজরে রাজ্যের পুরসভার ভোট। কলকাতা সহ রাজ্যের ১১০টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের জেরে আপাতত স্থগিত আছে ভোট গ্রহণ পর্ব। এছাড়া রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। যার মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুর আছে। তাই সংগঠন ঢেলে সাজাতে দলনেত্রী বৈঠক ডাকলেন আগামী ৫ তারিখ। সেই বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের হাজির থাকতে বলা হয়েছে। ওই দিন বেলা তিনটের সময় ভারচুয়ালি নয় মুখোমুখি বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। সংগঠন ঢেলে সাজাতে ডাকা হয়েছে এই বৈঠক।
বিধানসভা ভোটে ব্যাপক ফল করার পরেও উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের ফল চিন্তায় রেখেছে তৃণমূলকে। কেন এই খারাপ ফল হল তা নিয়ে চিন্তিত দল। ফলে কোথায় কোথায় সাংগঠনিকভাবে দল পিছিয়ে পড়ছে বা পড়েছে সেটা নিয়েই মুখ্যত আলোচনা হবে।
সূত্রের খবর সংগঠন ঢেলে সাজাতে এক পদ, এক ব্যক্তি নীতি গ্রহণ করা হতে পারে। সেক্ষেত্রে ব্যাপক রদবদল হতে পারে প্রশাসনিক ও রাজনৈতিক দুই জায়গায়। বিশেষ করে বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক পদে বড়সড় বদল আসতে চলেছে বলে সূত্রের খবর। করোনা অধ্যায় ও ঘূর্ণি ঝড় ইয়াসের পরে দলের সাংগঠনিক নেতৃত্ব পুরোপুরি ভাবে রাস্তায় নেমে গেছে। তাদের কাজের প্রশংসা করেছেন খোদ দলনেত্রী। এমতাবস্থায় পুর ভোটের আগে বিভিন্ন এলাকায় কর্মীদের এভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
advertisement
advertisement
এমনকি ভোটে যাওয়ার আগে কি কি ইস্যুতে দল লড়াই করবে সেটাও আলোচিত হবে। দারুণ ফল হলেও তৃণমূল এখনও কোনও বিজয় মিছিল করেনি। ২১শে জুলাই সমাবেশ করতে পারে শাসক দল। সেই সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে আগামী ৫ জুন। সূত্রের খবর ওই দিন দু'দফায় মিটিং করবেন মমতা বন্দোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2021 9:23 AM IST






