Mamata Banerjee: ‘বন্যা’ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা! প্রতিনিধি তুলে নিলেন মমতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির উপর ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। সেই চিঠির প্রতিক্রিয়া স্বরূপ জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়, রাজ্যের সম্মতি নিয়েই জল ছাড়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়ে ডিভিসি। প্রতিবাদে এবার ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু ও সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার। ডিভিসির বোর্ডে বিদ্যুৎ ও জল ছাড়ার বিষয়ে এই দুই জন রাজ্যের প্রতিনিধি ছিলেন। কিন্তু রাজ্যের অভিযোগ তাদের অফিসারদের সঙ্গে কোনও কথা না বলেই একক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। তাই তারা পদত্যাগ করলেন। আজ ডিভিসি চেয়ারম্যানকে তাঁরা দু’জনেই তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।
বঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির উপর ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। সেই চিঠির প্রতিক্রিয়া স্বরূপ জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়, রাজ্যের সম্মতি নিয়েই জল ছাড়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যের সম্মতি ছাড়াই জল ছাড়ে ডিভিসি। প্রতিবাদে এবার ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিভিসির প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু ও সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার। ডিভিসির বোর্ডে বিদ্যুৎ ও জল ছাড়ার বিষয়ে এই দুই জন রাজ্যের প্রতিনিধি ছিলেন। কিন্তু রাজ্যের অভিযোগ তাদের অফিসারদের সঙ্গে কোনও কথা না বলেই একক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। তাই তারা পদত্যাগ করলেন। আজ ডিভিসি চেয়ারম্যানকে তাঁরা দু’জনেই তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 8:17 PM IST