Nabanna: নবান্নে SC কাউন্সিলের বৈঠক, যোগ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে নির্দেশ...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষ যাতে সময় মতো এসসি সার্টিফিকেট পান, তা নিশ্চিত করতে হবে৷
কলকাতা: নবান্নে এসসি কাউন্সিলের বৈঠক হয়ে গেল, আজ, সোমবার৷ আর সেই বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সার্টিফিকেট ইস্যু করা নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন মমতা৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষ যাতে সময় মতো এসসি সার্টিফিকেট পান, তা নিশ্চিত করতে হবে৷ এছাড়া, ভুয়ো সার্টিফিকেট পাওয়া নিয়েও অভিযোগ উঠেছে৷ সেগুলি যাচাই করা নিয়েও বার্তা দেন এদিনের বৈঠকে৷ তবে পাশাপাশি, তাঁর সতর্কবাণী, তথ্য যাচাই করার সময় যাতে যোগ্য ব্যক্তিরা কোনও ভাবে বাদ না পড়ে যান৷
advertisement
advertisement
advertisement
মুখ্যসচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে সম্প্রতি একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে৷ যাকে নিশানা করেছে বিরোধী বিজেপি শিবিরের নেতারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
September 15, 2025 8:29 PM IST