Mamata Banerjee: সবাই জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে! মমতার নিশানায় ‘দাদামণি’
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম।''
#কলকাতা: আক্রমণ, পাল্টা আক্রমণ। সোমবারের বিধানসভায় রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে তিনি যা বললেন, রাজনৈতিক মহলের মতে, আসলে তিনি নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কী বলেছেন তৃণমূল নেত্রী? এদিন বিধানসভায় তিনি বলেন, ''মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব। আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে?''
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে আর সবাইকে জেলে ভরে দেবে।''
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণের পরই অবশ্য মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের তোয়াক্কা করেন না। তিনি সংবিধান ভাঙছেন। নেতা-মন্ত্রীদের সিবিআই ডাকছে আদালতের নির্দেশে। অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছে বলেই চাকরি চলে যাচ্ছে। এখন তাঁদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানোর হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।''
advertisement
এদিন মুখ্যমন্ত্রী রণংদেহী মূর্তিতে বলেন, ''যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার। ভুল করার অধিকারটাও একটা অধিকার। আমি একটা লোকের চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব? ২০২৪ এ মানুষই আপনাদের বুলডোজ করবে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 5:35 PM IST