Mamata Banerjee: সবাই জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে! মমতার নিশানায় ‘দাদামণি’

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম।''

আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: আক্রমণ, পাল্টা আক্রমণ। সোমবারের বিধানসভায় রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে তিনি যা বললেন, রাজনৈতিক মহলের মতে, আসলে তিনি নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কী বলেছেন তৃণমূল নেত্রী? এদিন বিধানসভায় তিনি বলেন, ''মন্দারমণির নাম এখন ‘দাদামণি’ হয়ে গেছে। কেন হয়েছে? আর বলা হচ্ছে, ১৭ হাজার চাকরি খেয়ে নেব। তা হলে ওই সব ছেলেমেয়েদের ওঁর বাড়ি পাঠিয়ে দেব। আমরা জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে?''
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''বিজেপি বিধায়কদের বাড়ি পাঠিয়ে দেব। সিপিএম জমানায় অনেক অবৈধ চাকরি হয়েছিল। আমি ক্ষমতায় এসে সেই সব চাকরি খেতে পারতাম। কিন্তু, তেমনটা করিনি। বলা হচ্ছে, ২০২৪-এ সব জিতে ক্ষমতায় আসবে আর সবাইকে জেলে ভরে দেবে।''
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এহেন আক্রমণের পরই অবশ্য মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের তোয়াক্কা করেন না। তিনি সংবিধান ভাঙছেন। নেতা-মন্ত্রীদের সিবিআই ডাকছে আদালতের নির্দেশে। অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছে বলেই চাকরি চলে যাচ্ছে। এখন তাঁদের বিজেপি বিধায়কদের বাড়িতে পাঠানোর হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।''
advertisement
এদিন মুখ্যমন্ত্রী রণংদেহী মূর্তিতে বলেন, ''যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার। ভুল করার অধিকারটাও একটা অধিকার। আমি একটা লোকের চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব? ২০২৪ এ মানুষই আপনাদের বুলডোজ করবে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: সবাই জানি মেদিনীপুরে চাকরি নিয়ে কী হয়েছে! মমতার নিশানায় ‘দাদামণি’
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement