Mamata Banerjee at Mayo Road: 'আমাকে দেখেই দুশো জওয়ান পালিয়েছে, সেনার অপব্যবহার করছে বিজেপি!' মেয়ো রোডে পৌঁছে বিস্ফোরক মমতা

Last Updated:

খবর পেয়েই মেয়ো রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাস্থল ছেডে় ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷ 

News18
News18
সেনাবাহিনী এসে তৃণমূলের ভাষা আন্দোলনের ধর্না মঞ্চ খুলে দেওয়ার খবর পেয়েই মেয়ো রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দুপুরেই মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিতে শুরু করে সেনাবাহিনী৷ বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে৷ এ দিন সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী৷
সেই খবর পেয়েই মেয়ো রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাস্থল ছেডে় ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷
advertisement
মেয়ো রোডের আধখোলা মঞ্চে উঠে মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘আমাদের মাইকের কানেকশন কেটে গিয়েছে, সেনার জন্য আমরা গর্বিত৷ কিন্তু সেনাবাহিনীকে যদি বিজেপির কথায় চলতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক৷ এখানে কোথাও রাস্তা বন্ধ করা হয়নি, গাড়ি চলতে অসুবিধা হচ্ছে না৷ শনি-রবিবার এখানে ধর্না কর্মসূচি হয়৷ পুলিশকে বলতে পারত, তাহলে আমরা নিজেরাই মঞ্চ খুলে অন্যত্র সরিয়ে নিতাম৷ প্রায় দুশোর মতো সেনা জওয়ানরা আমাকে দেখে ছুটে পালিয়ে গেল৷ আমি বললাম, পালাচ্ছেন কেন, আপনারা আমাদের বন্ধু৷ আমি সেনাকে দোষ দিচ্ছি না, এটা প্রতিরক্ষা মন্ত্রী, বিজেপির কথায় হয়েছে৷ সেনাকে রাজনৈতিক দলের মঞ্চ, মাইক খুলতে ব্যবহার করা হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে৷’
advertisement
এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকালই এখানে অনুষ্ঠান হয়েছে৷ পুলিশের সঙ্গে কথা বলতে পারত, কলকাতার পুলিশ কমিশনারকে জানাতে পারত৷ তাহলেই আমরা জানতে পারতাম৷ সেনা কিছু করেনি, এর পিছনে ছুপা রুস্তম বিজেপি দল রয়েছে৷ সেনার অপব্যবহার করছে বিজেপি৷ আমি সেনাকে কিছু বলছি না, ওরা দেশের জন্য সবসময় কাজ করে৷ আমরা ডুরান্ড কাপ সহ সেনার সব অনুষ্ঠানে সাহায্য করে৷ এতে সেনাবাহিনীর অসম্মান হচ্ছে৷ আমি এখানে আর কোনও কর্মসূচি করব না৷ আমরা রানি রাসমণি রোডে অনুষ্ঠান করব৷ বিজেপি কিন্তু অনুমতি ছাড়াই রোজ অনুষ্ঠান করছে৷ তাহলে তাদের জন্যও একই পদ্ধতি প্রয়োগ করা হবে? এটা অনৈতিক কাজ৷ আমি তো পাঁচ মিনিট দূরেই বসে আছি৷ সব কাজ ছেড়ে আমাকে প্রতিবাদ করতে ছুটে আসতে হল৷ ভাষা সন্ত্রাস চলছে, তার প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে৷ এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, ক্ষমতার অপব্যবহার৷ সেনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে বিজেপি৷ তারা সীমান্ত, দেশে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ভাবিত নয়৷ তারা খালি তৃণমূলকে নিয়ে ভাবছে৷’
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়ো রোডে আর এই কর্মসূচি করবে না তৃণমূল কংগ্রেস৷ তার বদলে রানি রাসমণি রোডে প্রতিদিন বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে প্রতিদিন বিক্ষোভ দেখাবে তৃণমূলের বিভিন্ন সংগঠন৷ সেনাকে অপব্যবহারের অভিযোগে আগামিকাল ব্লকে ব্লকে তৃণমূল বিক্ষোভ দেখাবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৩০ এবং ৩১ অগাস্ট ধর্না কর্মসূচির জন্য সেনা বাহিনীর থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল৷ ২০ হাজার টাকা জমাও দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে৷ সেনাবাহিনীর কাছে নতুন করে আবেদনের জন্য কথাও বলা হচ্ছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি আর বিজেপি-র অনুমতি নিয়ে আমি কোনও কর্মসূচি করব না৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at Mayo Road: 'আমাকে দেখেই দুশো জওয়ান পালিয়েছে, সেনার অপব্যবহার করছে বিজেপি!' মেয়ো রোডে পৌঁছে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement