Indian Army Removes TMC Dharna Mancha: তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিল সেনাবাহিনী, বাঁশ-ত্রিপল সরিয়ে দিলেন সেনা জওয়ানরাই! মেয়ো রোডে কী কাণ্ড?

Last Updated:

গান্ধি মূর্তি সামনে এই জায়গায় অতীতেও বহু ধর্না কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস৷

তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন সেনা আধিকারিক৷
তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন সেনা আধিকারিক৷
মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিল সেনাবাহিনী৷ বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদেই মেয়ো রোডে গান্ধি মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে৷ এ দিন সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী৷
বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদে প্রত্যেক শনি এবং রবিবার এই ধর্না মঞ্চ থেকেই প্রতিবাদ জানানো হচ্ছিল শাসক দলের পক্ষ থেকে৷ এ দিন সেনাবাহিনীর আধিকারিক এবং জওয়ানরা এসে সেই ধর্না মঞ্চ, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো, হোর্ডিং সবই খুলে দেয়৷
গান্ধি মূর্তি সামনে এই জায়গায় অতীতেও বহু ধর্না কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস৷ সেনাবাহিনীর পক্ষে এ দিন ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল নেতাদের জানানো হয়, শুধু শনিবার এবং রবিবার ধর্নায় বসার অনুমতি নেওয়া হয়েছিল৷ কিন্তু একটানা এ ভাবে ধর্না মঞ্চ বেঁধে রাখা যাবে না বলেই দাবি সেনা কর্তৃপক্ষের৷ শুধু তাই নয়, যতদিনের অনুমতি নেওয়া ছিল, সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে বলে দাবি সেনাবাহিনীর৷
advertisement
advertisement
ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেন, নতুন করে অনুমতির সেনাবাহিনীর কাছে তৃণমূলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল৷ দলের পক্ষ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন৷ এ দিনের ঘটনার কথাও মন্ত্রী অরূপ বিশ্বাস সহ দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে৷
কেন্দ্রের নির্দেশেই এ ভাবে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে আমরা তার প্রতিবাদ করছি৷ সেই প্রতিবাদকেই খর্ব করার চেষ্টা চলছে৷ বাংলা ভাষার উপরে দেশের অন্য রাজ্য অত্যাচার চলছে৷ এখানেও সেই অত্যাচার শুরু হল৷ একটা মঞ্চ খোলার জন্য সেনা নামাতে হচ্ছে আমার রাজনৈতিক জীবনে দেখিনি৷ যাঁরা বাংলা ভাষা এবং বাঙালিদের বিরোধী, তারাই এসব করাচ্ছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Army Removes TMC Dharna Mancha: তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিল সেনাবাহিনী, বাঁশ-ত্রিপল সরিয়ে দিলেন সেনা জওয়ানরাই! মেয়ো রোডে কী কাণ্ড?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement