Mamata Banerjee: হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক! কীভাবে পাবেন খুঁজে, জেনে নিন

Last Updated:

Mamata Banerjee: বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যম হাতিয়ার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক
হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক
কলকাতা: হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যম হাতিয়ার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপে চ্যানেলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে।
এই পদ্ধতিতে কাউকে ফলো করা অত্যন্ত সোজা। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে। সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান, সেখানে ক্লিক করতে হবে।
advertisement
আপনি যাকে ফলো করবেন, তাঁর বিভিন্ন আপডেট আপনি দেখতে পারবেন। এদিন সকালে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন প্রায় ২ হাজার জন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন প্রায় আড়াই হাজার জন। ট্যুইটার এবং ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সক্রিয়। এবার মেটার নতুন এই আপডেটের হাত ধরে হোয়াটসঅ্যাপের চ্যানেলে পা রাখলেন তাঁরা।
advertisement
WhatsApp চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমেই দেখে নিতে হবে নিজেদের WhatsApp অ্যাপ আপ টু ডেট আছে কি না। একটি WhatsApp চ্যানেল তৈরি করার জন্য, অবশ্যই একটি WhatsApp অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। একজন ব্যক্তিগত ইউজার একটি নতুন চ্যানেল সেট আপ করতে নিয়মিত WhatsApp অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও WhatsApp বিজনেস অ্যাপের মাধ্যমে একটি নতুন চ্যানেল তৈরি করা যেতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক! কীভাবে পাবেন খুঁজে, জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement