Mamata Banerjee makes appeal to Bhabanipore voters: 'ভবানীপুরের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছি', ভোটারদের কাছে আবেদনপত্রে লিখলেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভবানীপুরের ভোটারদের কাছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের আবেদন পত্র পৌঁছে গিয়েছে৷ বাংলা এবং ইংরেজিতে ভোটারদের কাছে নিজের আর্জি পেশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee makes appeal to Bhabanipore voters)৷
#কলকাতা: ভোট প্রচারে গিয়ে বার বার বলছেন৷ এবার ভোটারদের কাছে পাঠানো আবেদন পত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ভবানীপুরের (Bhabanipore By Election) জন্যই মুখ্যমন্ত্রী হতে পেরেছেন তিনি৷ একই সঙ্গে নিজেকে ভবানীপুরের (Bhabanipore) 'ঘরের মেয়ে, একান্ত আপন' বলেও দাবি করেছেন তিনি৷
ভবানীপুরের (Bhabanipore) ভোটারদের কাছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) আবেদন পত্র পৌঁছে গিয়েছে৷ বাংলা এবং ইংরেজিতে ভোটারদের কাছে নিজের আর্জি পেশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে আমি ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই পথ চলা শুরু করেছি৷ আজ আমি বাংলার মুখ্যমন্ত্রী, সেটাও ভবানীপুরের জন্য৷ আবার উপনির্বাচন আসছে ৩০ সেপ্টেম্বর৷ আপনাদের শুভেচ্ছা আপনাদের ভোটের মাধ্যমে পেলে তবেই বাংলায় উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে পারব৷ আপনাদের প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকব৷'
advertisement
আরও পড়ুন: সক্রিয় রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ ঘোষণা প্রণবকন্যার, কংগ্রেস কি ছাড়ছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়?
advertisement
নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারণে এবার ভবানীপুরে প্রচারে পুরোদমে প্রচার করতে পারছেন না কোনও প্রার্থীই৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করাও সম্ভব হচ্ছে না৷ তার জন্যও আবেদনপত্রে ভোটারদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ সবশেষে নিজেকে ভবানীপুরের একান্ত আপন, ঘরের মেয়ে হিসেবে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
ভবানীপুরে ভোট প্রচারে ইতিমধ্যেই কয়েকটি জনসভা করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর জয় নিয়ে তৃণমূল নেতৃত্ব নিঃসংশয় হলেও ভোট দানের হার কী দাঁড়ায়, তা নিয়ে বার বারই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তাই বার বারই ভোটারদের কাছে বুথে গিয়ে ভোট দেওয়ার আবেদন রেখেছেন তিনি৷ কারণ ভোট দানের হার কমলে তার সুবিধা পেতে পারেন বিরোধীরা৷ ভোটারদের কাছে পাঠানো আবেদনপত্রেও একই আর্জি জানিয়েছেন তিনি৷
advertisement
২০১১ সালে ভবানীপুরের উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৬-তেও এই কেন্দ্র থেকে জয় পান তিনি৷ কিন্তু ২০২১-এ নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নেন মু্খ্যমন্ত্রী৷ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় ভবানীপুর কেন্দ্র থেকে ফের ভোটে লড়তে হচ্ছে তাঁকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 26, 2021 4:46 PM IST






