Mamata Banerjee Accident: 'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন...

Last Updated:

Mamata Banerjee Accident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি।''

বড় আশঙ্কার কথা জানালেন মমতা
বড় আশঙ্কার কথা জানালেন মমতা
কলকাতা: বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই ঘটে এই ঘটনা। এরপর কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী। সেই বৈঠক সেরে বেরিয়ে এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ”আজ প্রায় মরেই যেতাম। আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল। প্রায় ২০০ কিমি বেগে। ড্যাশবোর্ডে মাথা ঢুকে গিয়েছে। এখনও মাথা ঘুরছে। গা বমি বমি ভাব আছে। জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছি।”
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি। মাথায় কেটে গেছে, একটু রক্ত বেরিয়েছিল।” সরাসরি নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, ”এর আগেও বিএসএফের পোশাক পরে আমার বাড়িতে গিয়েছিল। অনেকেই মিস ইউজ করে। পুলিশ তদন্ত করে দেখবে। আইন নিজের পথেই এগোবে।”
advertisement
advertisement
এদিন বর্ধমান থেকে ফেরার সময় জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর মিলেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে যা বললেন, তা রীতিমতো আশঙ্কার।
advertisement
এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকের বিষয়ে মমতা বলেন, ”সুপ্রিম কোর্টের ভারডিক্ট অনুযায়ী আমার সঙ্গে রাজ্যপালের ভালোভাবে আলোচনা হয়েছে। সৌজন্যমূলক ভাবে সব আলোচনা হয়েছে। ২৬ তারিখে আবারও আসব। দেখা হবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Accident: 'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন...
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement