Mamata Banerjee Accident: 'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Mamata Banerjee Accident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি।''
কলকাতা: বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই ঘটে এই ঘটনা। এরপর কলকাতায় ফিরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী। সেই বৈঠক সেরে বেরিয়ে এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ”আজ প্রায় মরেই যেতাম। আমার গাড়ির সামনে একটা গাড়ি চলে এসেছিল। প্রায় ২০০ কিমি বেগে। ড্যাশবোর্ডে মাথা ঢুকে গিয়েছে। এখনও মাথা ঘুরছে। গা বমি বমি ভাব আছে। জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছি।”
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”২০০ কিমি বেগে গাড়ি চলে এসেছিল। আমার চালক ব্রেক কষেছে বলেই বেঁচেছি। মাথায় কেটে গেছে, একটু রক্ত বেরিয়েছিল।” সরাসরি নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, ”এর আগেও বিএসএফের পোশাক পরে আমার বাড়িতে গিয়েছিল। অনেকেই মিস ইউজ করে। পুলিশ তদন্ত করে দেখবে। আইন নিজের পথেই এগোবে।”
advertisement
advertisement
এদিন বর্ধমান থেকে ফেরার সময় জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর মিলেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে যা বললেন, তা রীতিমতো আশঙ্কার।
advertisement
এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকের বিষয়ে মমতা বলেন, ”সুপ্রিম কোর্টের ভারডিক্ট অনুযায়ী আমার সঙ্গে রাজ্যপালের ভালোভাবে আলোচনা হয়েছে। সৌজন্যমূলক ভাবে সব আলোচনা হয়েছে। ২৬ তারিখে আবারও আসব। দেখা হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 7:09 PM IST