ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করছেন শোভনদেব, প্রার্থী হবেন মমতা?

Last Updated:

নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ এবার সম্ভবত ভবানীপুর (Bhawanipore) থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷

#কলকাতা:  ভবানীপুর কেন্দ্র থেকে পদত্য়াগ করতে চলেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, আজই বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন তিনি৷ এর পরই জোর জল্পনা শুরু হয়েছে, ভবানীপুর কেন্দ্র থেকে হয়তো উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি৷ এর আগে ভবানীপুর কেন্দ্রেরই বিধায়ক ছিলেন মুখ্যমন্ত্রী৷
নিয়ম অনুযায়ী, ছ' মাসের মধ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হতো৷ নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর মুখ্য়মন্ত্রী কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, তা নিয়ে তীব্র কৌতূহল ছিল রাজ্য় রাজনীতিতে৷
এর আগে ২০১১ সালেও তৃণমূল ভোটে জেতার পর ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করেছিলেন সুব্রত বক্সী৷ উপনির্বাচনে প্রার্থী হয়ে ভোটে জেতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ এর পর ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি৷ তবে এ বারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্য়মন্ত্রী৷
advertisement
advertisement
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জায়গায় শোভনদেব চট্টোপাধ্য়ায়কে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল৷ তিনি বিজেপি-র তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়ী হন৷ গত মন্ত্রিসভার বিদ্য়ুৎমন্ত্রী শোভনদেবকে এবার কৃষি দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়৷ কিন্তু তিনিই এবার পদত্য়াগ করলেন৷ ফলে. শোভনদেব চট্টোপাধ্য়ায়কে অন্য় কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনার ব্য়বস্থা করা হয় কি না, তা নিয়ে নতুন জল্পনা তৈরি হল৷ কারণ রাজ্য়ের দুই কেন্দ্রে নির্বাচন হয়নি৷ তাছাড়াও খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্য়ুতে উপনির্বাচন হওয়ার কথা৷
advertisement
Kamalika Sengupta
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করছেন শোভনদেব, প্রার্থী হবেন মমতা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement