ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করছেন শোভনদেব, প্রার্থী হবেন মমতা?

Last Updated:

নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ এবার সম্ভবত ভবানীপুর (Bhawanipore) থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷

#কলকাতা:  ভবানীপুর কেন্দ্র থেকে পদত্য়াগ করতে চলেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, আজই বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন তিনি৷ এর পরই জোর জল্পনা শুরু হয়েছে, ভবানীপুর কেন্দ্র থেকে হয়তো উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণ নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি৷ এর আগে ভবানীপুর কেন্দ্রেরই বিধায়ক ছিলেন মুখ্যমন্ত্রী৷
নিয়ম অনুযায়ী, ছ' মাসের মধ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হতো৷ নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর মুখ্য়মন্ত্রী কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, তা নিয়ে তীব্র কৌতূহল ছিল রাজ্য় রাজনীতিতে৷
এর আগে ২০১১ সালেও তৃণমূল ভোটে জেতার পর ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করেছিলেন সুব্রত বক্সী৷ উপনির্বাচনে প্রার্থী হয়ে ভোটে জেতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ এর পর ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি৷ তবে এ বারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্য়মন্ত্রী৷
advertisement
advertisement
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জায়গায় শোভনদেব চট্টোপাধ্য়ায়কে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল৷ তিনি বিজেপি-র তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়ী হন৷ গত মন্ত্রিসভার বিদ্য়ুৎমন্ত্রী শোভনদেবকে এবার কৃষি দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়৷ কিন্তু তিনিই এবার পদত্য়াগ করলেন৷ ফলে. শোভনদেব চট্টোপাধ্য়ায়কে অন্য় কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনার ব্য়বস্থা করা হয় কি না, তা নিয়ে নতুন জল্পনা তৈরি হল৷ কারণ রাজ্য়ের দুই কেন্দ্রে নির্বাচন হয়নি৷ তাছাড়াও খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্য়ুতে উপনির্বাচন হওয়ার কথা৷
advertisement
Kamalika Sengupta
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভবানীপুর কেন্দ্রে পদত্য়াগ করছেন শোভনদেব, প্রার্থী হবেন মমতা?
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement