VIP Road accident: ভিআইপি রোডে বড়সড় দুর্ঘটনা! লেক টাউনে পর পর গাড়িতে ধাক্কা মারল বিএসএফ-এর বাস, আহত ৮
- Published by:Debamoy Ghosh
Last Updated:
চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক কোনও গোলযোগে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
#অনুপ চক্রবর্তী, কলকাতা: লেক টাউনে ভিআইপি রোডের উপরে বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল বিএসএফ-এর একটি ছোট বাস। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। ঘাতক গাড়ি এবং চালককে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে ছুটির দিনেও ভিআইপি রোডে যানজট তৈরি হয়।
প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে ভিআইপি রোড ধরে লেক টাউনের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বিএসএফ-এর একটি গাড়ি। ছোট বাসের আকারের গাড়ির চালক হঠাৎই লেক টাউনের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরই প্রথমে একটি ছোট গাড়িকে ধাক্কা মারে বিএসএফ-এর গাড়িটি। তার পরে একটি ট্য়াক্সির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বিএসএফ-এর গাড়িটি।
advertisement
advertisement
বিএসএফ-এর গাড়ির ধাক্কায় ওই ট্য়াক্সিটি গিয়ে সামনে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে। যার জেরে ট্য়াক্সিটি দুমড়ে মুচড়ে যায়। ট্য়াক্সির চালক এবং দুই মহিলা যাত্রীর আঘাত লাগে। বিএসএফ-এর গাড়িটি প্রথমে যে গাড়িটিকে ধাক্কা মেরেছিল, তার ভিতরে থাকা যাত্রীদেরও অল্প বিস্তর আঘাত আগে। বিএসএফ-এর গাড়িতে থাকা তিন জন মহিলা যাত্রীও আহত হন।
advertisement
দুর্ঘটনাস্থলের কাছেই ছিল লেক টাউন ট্রাফিক গার্ডের অফিস। সেখান থেকে পুলিশ কর্মীরা দ্রুত ছুটে আসেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বিএসএফ-এর গাড়িটি এবং তার চালককেও আটক করেছে পুলিশ।
advertisement
চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক কোনও গোলযোগে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্য়পান করেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে আরও বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 4:31 PM IST