বিধ্বস্ত আহতদের পরিবার

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত,  এসএসকেএমে  ১৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আহত বর্ধমান রোডের হিমাংশু চৌধুরী,  মাঝেরহাটের অবদেশ পাণ্ডে,  বজবজের সুরেশ সিং, মহেশতলার হাসিবুর রহমান,  রাজেশ সিং, নজরুল ইসলাম ।

    First published:

    Tags: Majerhat Bridge Collapse, Reaction of victim's families