Mahua Maitra On Governor: ‘দার্জিলিংয়ে ঠাণ্ডা হাওয়া খেতে এসেছেন’, রাজ্যপালকে তীব্র আক্রমণ মহুয়া, কল্যাণের

Last Updated:

Mahua Maitra On Governor: এ দিকে রাজভবনের সামনে ধর্নায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

কলকাতা: রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা৷ আর সেই নিয়ে এ বার প্রতিক্রিয়া দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যা৷ পাশাপাশি, রাজ্যপালের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন সাংসদ মহুয়া মৈত্রও৷ কল্যাণ বললেন, ‘আমরা সন্মান রাখার জন্য যাচ্ছি। আমরা যা যা বলার ওখানে বলব। উনি তো কলকাতায় যাচ্ছেন না। উনি কেন দিল্লি যাচ্ছেন, সেটা তো আমি জানি না। ফিরে আসুন না ঘরে। নিজের ঘরে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? সারা রাজ্যে উনি ঘুরুন না৷ বাংলার আওয়াজ উঠেছে, ১০০ দিনের টাকা দিতে হবে। রাজ্যপালের ভূমিকা হল কেন্দ্র-রাজ্যের মধ্য ভাল সম্পর্ক রাখা, সেটা উনি রাখছেন না।’’
পাশাপাশি এ দিন রাজ্যপালকে আক্রমণ করেন মহুয়া মৈত্র৷ তিনি বলেন, ‘‘অবশ্যই উনি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। না হলে কী এমনই দার্জিলিংয়ের ঠাণ্ডা হাওয়া খেতে এসেছেন?’’ শনিবার কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। এ দিন বিকেলেই রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসবে তৃণমূলের প্রতিনিধি দল।
advertisement
এ দিকে রাজভবনের সামনে ধর্নায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, রাজ্যপাল না দেখা করা পর্যন্ত তিনি বসেই থাকবেন৷ তার মধ্যেই একাধিকবার রাজ্যপালের সঙ্গে দেখা করার বিষয়ে আলোচনা হয়েছে৷ তার পরেই রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়েছেন বন্যার পরিস্থিতি নিয়ে৷ সেখান থেকে রাজভবনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জানানো হয়, তিনি দার্জিলিংয়ের রাজভবনে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে৷
advertisement
সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে৷ কথা আছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালের পদের সন্মান রাখার জন্য এই সাক্ষাৎ৷ মূল আলোচনা কলকাতার রাজভবনেই করতে হবে৷ সূত্রের খবর, সোমবার তিনি দার্জিলিং থেকে বার হবেন৷ যদিও রাজ্যপালের পরবর্তী গন্তব্যস্থল কী, তা এখনও স্পষ্ট নয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Maitra On Governor: ‘দার্জিলিংয়ে ঠাণ্ডা হাওয়া খেতে এসেছেন’, রাজ্যপালকে তীব্র আক্রমণ মহুয়া, কল্যাণের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement