Maha Kumbh Stampede: ‘দেড় ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স আসে, আরও নিরাপত্তার দরকার ছিল...’ জানালেন মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত কলকাতার বৃদ্ধার ছেলে
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ছেলে সুরজিৎ পোদ্দার জানান, ‘‘মহাকুম্ভে ওই দিন ভিড় হয়ে যায়, ব্যারিকেড ভাঙে, পুলিশের নিরাপত্তা চোখে পড়েনি। দেড় ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স আসে। আমাদের কিছু টাকা দিয়েছে। আরও নিরাপত্তার দরকার ছিল এই ঘটনা ঘটবে ভাবিনি ৷’’
সুদীপ্ত সেন, কলকাতা: কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে অশ্বিনী নগর এলাকার বাসিন্দা ছিলেন মৃত বাসন্তী পোদ্দার। ছেলে, মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পোদ্দার প্রয়াগরাজ গিয়েছিলেন পুণ্যস্নান করতে। ছেলে সুরজিৎ পোদ্দার জানান, ‘‘মহাকুম্ভে ওই দিন ভিড় হয়ে যায়, ব্যারিকেড ভাঙে, পুলিশের নিরাপত্তা চোখে পড়েনি। দেড় ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স আসে। আমাদের কিছু টাকা দিয়েছে। আরও নিরাপত্তার দরকার ছিল এই ঘটনা ঘটবে ভাবিনি ৷ উত্তর প্রদেশের সরকারের নিশ্চয় গাফিলতি ছিল ৷ দেহ এখন ধানবাদে আছে ৷ আসতে আসতে প্রায় বিকেল হবে ৷’’ এদিকে পদপিষ্টের ঘটনার পরেই বড় রদবদল কুম্ভে! ভিড় এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণের নতুন নির্দেশিকা জারি করল উত্তর প্রদেশ সরকার। ভিড় সামাল দিতে মেলাপ্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর জারি হল কড়া নিষেধাজ্ঞা। বাতিল হল VVIP পাসও।
২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পূণ্যার্থীর। তাঁদের মধ্যে অন্যতম হলেন কলকাতার এক বৃদ্ধা। রিপোর্ট অনুযায়ী, মৌনী অমাবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে প্রয়াগরাজে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দা বাসন্তী পোদ্দারের। তাঁর বয়স ৬৫ বছর। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডে অশ্বিনী নগর এলাকার বাসিন্দা ছিলেন বাসন্তী পোদ্দার। ছেলে, মেয়ে ও নিজের বোনের সঙ্গে বাসন্তী পোদ্দার প্রয়াগরাজ গিয়েছিলেন পূণ্যস্নান করতে।
advertisement
advertisement

বাসন্তী পোদ্দার
প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশ সরকারের তরফে বুধবার মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়। মৌনী অমাবস্যা তিথি উপলক্ষে মঙ্গলবার রাত থেকে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানের তোড়জোড় শুরু হয়েছিল। গভীর রাতে বিপুল জনসমাগমে হুড়োহুড়ি শুরু হয়। রাত ২টো নাগাদ ভেঙে যায় ব্যারিকেড। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গিয়েছিলেন। যাঁরা পড়ে গিয়েছিলেন, প্রাণ বাঁচাতে তাঁদের উপর দিয়েই চলে যান অনেকে। এতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন পুণ্যার্থী ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2025 9:22 AM IST








