Madhyamik Examination: মাধ্যমিক নিয়ে ফের ‘বড়’ আপডেট! এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকাদের রিপোর্টিং টাইম, জানুন নতুন সময়

Last Updated:

এর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে পারবে।

কলকাতা: পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। পরীক্ষার সময়সীমা এগিয়ে আসার দরুন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। পর্ষদের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে সকাল ৮ টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সকাল সাড়ে আটটার পর থেকে। জেলায় জেলায় এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল আটটার পর শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকলে সেই রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে বলেও নির্দেশিকা জানিয়েছে বোর্ড।
অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে ইতিমধ্যেই। পর্ষদের তরফে জানানো হয়েছে ২৬ জানুয়ারি সকাল ১১ টা থেকেই পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। পর্ষদের তরফে জানানো হয়েছে ২৪ ঘণ্টা ব্যাপী চালু থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর গুলি হল ০৩৩ ২৩৫৯-২২৭৭, ২৩২১-৩৮৪৪।
আরও পড়ুন: বিহারে ‘মহাগঠবন্ধনে’র শেষ, নাট্যাঙ্কের প্রথম ভাগ শুরু! অষ্টম বার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের
কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এদিন থেকেই ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু থাকবে। বর্ধমানের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গের কন্ট্রোল রুমের নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৮। পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে এই কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এবার এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯: ৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে নেওয়া যাবে স্কুলের পরীক্ষাও। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষাও নিতে পারবেন ওই দিনগুলিতে। এই মর্মে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে নির্দেশিকা দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
ইতিমধ্যেই, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ও পরিবর্তিত রাখা হলেও পরীক্ষা শুরু সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২ টার পরিবর্তে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলতি বছরের। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে গত বৃহস্পতিবারই এই নির্দেশিকা দিয়েছে সংসদ।
advertisement
আরও পড়ুন: রবিবার ফের শপথ নিতে পারেন নীতীশ, সমর্থনের বিনিময়ে কী কী শর্ত দিল বিজেপি?
এর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে পারবে।
advertisement
প্রসঙ্গত, এতদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা থাকত সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তারপর স্কুলগুলি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিত। কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সময়সীমার পরিবর্তন করে দুপুর ১২টা থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নয়।
কিন্তু, তারপর গত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেই সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়েছে স্কুলগুলি প্রয়োজন মনে করলে ওই দিনগুলিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিতে পারবেন।
advertisement
প্রসঙ্গত, স্কুলগুলি তাদের নিজেদের স্কুলেই এই বার্ষিক পরীক্ষা নেয় ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষার নম্বর স্কুল থেকে চেয়ে নেয়। তবে এ বছর এখনও পর্যন্ত বার্ষিক পরীক্ষার নম্বর স্কুলগুলি থেকে চাওয়া হবে নাকি? তা নিয়ে কোনও অবস্থান নেয়নি সংসদ। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Examination: মাধ্যমিক নিয়ে ফের ‘বড়’ আপডেট! এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকাদের রিপোর্টিং টাইম, জানুন নতুন সময়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement