Madhyamik Examination: মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য সংশোধন করার সুযোগ, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল সময়সীমা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
১৫ নভেম্বরের পরে আর সংশোধনের সুযোগ মিলবে না। তার পরেও ভুল থেকে গেলে জরিমানা মূল্য দিয়ে তা সংশোধন করাতে হবে।
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকবারই দেখা যায় অ্যাডমিট কার্ডে ভুল সংশোধনের জন্য একের পর এক আবেদন জমা পড়ছে। সেই চাপ কমাতে এবার পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য ‘এডিট’ বা সংশোধন করার সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এরপরেও ভুল থাকলে, তার দায় বর্তাবে স্কুলগুলির উপর। তাদের জরিমানার নিদানও দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন নির্ভুল করার জন্য স্কুলগুলোকে আরও বেশি সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা হলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
advertisement
advertisement
১৫ নভেম্বরের পরে আর সংশোধনের সুযোগ মিলবে না। তার পরেও ভুল থেকে গেলে জরিমানা মূল্য দিয়ে তা সংশোধন করাতে হবে।
২০২৫ সালের যারা নবম শ্রেণিতে পড়ছে, ২০২৭ সালে তাঁরা মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদেরই রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। সেখানেই এই নতুন নিয়ম কার্যকর করার কথা জানিয়েছে পর্ষদ। মুশকিল আসান ছাত্রছাত্রীদের, মাধ্যমিকের রেজিস্ট্রেশনে ভুল করলেও বড় সুযোগ পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 05, 2025 3:54 PM IST

