Madhyamik Exam 2024: 'মাধ্যমিকের উত্তরপত্রে নম্বর দিতে ভুলে গেলেন পরীক্ষক!', মাধ্যমিক ২০২৪-এর মেধাতালিকা কি ফের বদলাবে?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Madhyamik Exam 2024: উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর রিপোর্ট পেশের নির্দেশ। ১১ নম্বর পেলে নন্দীগ্রামের পড়ুয়া ঢুকে পড়তে পারেন ২০২৪ মাধ্যমিকের মেধাতালিকায়।
কলকাতা: মাধ্যমিকের মেধাবীর উত্তরপত্রে দেদার ‘কাটাকুটি’। জীবনবিজ্ঞানে ১১ নম্বর দিতেই ভুলে গেলেন পরীক্ষক! নন্দীগ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা ফের দেখতে নির্দেশ হাইকোর্টের।
‘উত্তরপত্র দেখে মনে হচ্ছে নম্বর দিতে ভুলে গিয়েছেন পরীক্ষক। ২টি প্রশ্নে ৪ নম্বর না দেওয়ার অসঙ্গতি এখনই চোখে পড়ছে।’ পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নম্বরশিটে পরীক্ষকের দেদার কাটাকুটির অভিযোগ। ৮ প্রশ্নে সঠিক উত্তর, নম্বর পড়েনি শিটেও। মাধ্যমিক বোর্ডের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

advertisement
advertisement
ছাত্রের মার্কশিট
আরও পড়ুন: কলকাতায় হলুদ ট্যাক্সির দিন কি তবে শেষ! জানুয়ারিতেই অন্তিম যাত্রা? বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর
মাধ্যমিকের জীবনবিজ্ঞানে হেড এক্সামিনারকে নতুন পরীক্ষক দিয়ে নতুন করে খাতা পুনর্মূল্যায়ন করতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর রিপোর্ট পেশের নির্দেশ। ১১ নম্বর পেলে নন্দীগ্রামের পড়ুয়া ঢুকে পড়তে পারেন ২০২৪ মাধ্যমিকের মেধাতালিকায়। ৬ বিষয়ে ৯৫-এর উপরে নম্বর, মোট ৬৬৬। অথচ জীবনবিজ্ঞানে পেয়েছেন মাত্র ৮২।
advertisement
আরও পড়ুন: বলিউড ছেড়ে ড্রাগ ব্যবসায়ীকে বিয়ে, চরম কেচ্ছা, জেল! ২৫ বছর পর হট সেই হিরোইনের ভিডিও এল সামনে! যা বললেন..
নন্দীগ্রামের মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন মাধ্যমিক ছাত্র পারিজাত মাইতি। মোট প্রাপ্ত নম্বর ৬৬৬। জীবন বিজ্ঞানে পেয়েছে ৮২। বাংলা ৯৭, ইংরেজি ৯৯, অঙ্ক ৯৯, ভৌতবিজ্ঞান ৯৫, জীবনবিজ্ঞান ৮২। ইতিহাস ৯৫, ভূগোল ৯৯।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2024 5:15 PM IST











