কয়েক লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দরকারি খবর, মার্কশিট নিয়ে বড় আপডেট দিল পর্ষদ
- Published by:Suman Majumder
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Madhyamik 2023: ১৯ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার মার্কশিট নিয়ে পর্ষদের বড় আপডেট।
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পর্ষদ জানিয়েছিল, প্রাপ্ত নম্বর পেয়ে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা ত্রুটিনি এবং রিভিউ এর সুযোগ পাবেন। সেই মতো আগামী শুক্রবার অর্থাৎ ৩০শে জুন মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছরের রিভিউ ও স্ক্রুটিনি এর ফলাফল প্রকাশ করবে।
জুন মাসে রিভিউ ও স্কুটিনির ফলাফলের দিন ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিল পর্ষদ। এবার তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন- দারুণ খবর! পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়
আগামী শুক্রবার পর্ষদের দপ্তরে একটি বৈঠক এরও ডাক দেওয়া হয়েছে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের তরফে। পরীক্ষার্থীরা সংশোধিত মার্কশিট হাতে পাবেন জুলাই মাসের ৩ তারিখে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ৪২ দিনের মাথায় স্কুটিনি ও রিভিউ এর ফলাফল প্রকাশ করা হচ্ছে।
advertisement
advertisement
ফল প্রকাশের সময় পর্ষদ জানিয়েছিল মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হওয়া কোনও ছাত্র-ছাত্রী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়ে যদি নম্বর যাচাই করতে চান, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে তাকে অনলাইনে আবেদন করতে হবে।
একইসঙ্গে অকৃতকার্য পড়ুয়ারা একই প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছিল।পর্ষদ সূত্রের খবর, রিভিউ ও স্ক্রুটিনির জন্য কয়েক হাজার আবেদন জমা পড়েছে পর্ষদে।
advertisement
গতবারও রিভিউ ও স্কুটির ফলাফলে একাধিক পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়েছিল মেধা তালিকারও। তবে এবার মেধা তালিকার কোনও পরিবর্তন হয় নাকি, তার জন্য অবশ্যই শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সামান্য বেড়েছিল। তবে উত্তরপত্র দেখায় কোনও ভুল হলে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে পর্ষদ। ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
আরও পড়ুন- বাল্য বিবাহের পরেই বন্ধ হতে বসেছিল পড়াশোনা,ডাক্তারি পড়ার স্বপ্নে তারপর কী ঘটল?
সেক্ষেত্রে উত্তরপত্র দেখায় বা নম্বর যোগ করায় কোনও ভুলের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় নাকি সেটাও দেখার বিষয়। যদিও অতীতে মধ্যশিক্ষার পর্ষদ এই ভুলের জন্য একাধিক শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নিয়েছে।
সোমরাজ বন্দোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 5:32 PM IST