Madhyamik 2022: মাধ্যমিকের ফল প্রকাশ শুক্রবার, নজরে ২০২৩ মাধ্যমিকের পরীক্ষা সূচি
- Published by:Suman Majumder
Last Updated:
Madhyamik 2022: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তাবিত সূচি পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরে।
#কলকাতা: ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের।
ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আগামীকালই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ।
আরও পড়ুন- এসএসসি নিয়োগে সব প্রশিক্ষণ শংসাপত্র সঠিক? নতুন বাঁক নিয়ে তুমুল আলোড়ন!
২০২২ এর তুলনায় পরীক্ষার সময় সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
করোনা পরিস্থিতির আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই শুরু হত। এবারের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হলেও পরের বছর সেই সময়সীমা তেই ফিরিয়ে আনতে চায় পর্ষদ।
শুক্রবার সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এর দিকেও।
advertisement
প্রসঙ্গত আগামী বছর পূর্ণ সিলেবাস এর উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। শুধু তাই নয় বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
এ বছর ১১লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রের খবর তার মধ্যে প্রায় ১১ লাখ এর কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
advertisement
যদিও শুক্রবারই ফল প্রকাশের সময় তা স্পষ্ট হবে। জেলার একাধিক স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে প্রায় ৩০ হাজারের সামান্য বেশি বলেই পর্ষদ সূত্রের খবর।
শুক্রবার ফল প্রকাশের পাশাপাশি প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। সে ক্ষেত্রে এবারে কোন জেলা থেকে সবথেকে বেশি মেধা তালিকায় স্থান করে নিতে পারবে সে দিকেও বিশেষভাবে নজর থাকবে। প্রতিবারই দেখা গেছে কলকাতা তুলনায় জেলাগুলির ফলাফল উল্লেখযোগ্য ভালো হয়।
advertisement
আরও পড়ুন- বিদেশে 'না', হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়! সব নজর দুপুর দুটোয়...
এবারেও জেলাগুলির পাল্লা ভারী থাকে নাকি সেদিকে তাকিয়ে থাকবে পর্ষদ। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওইদিনই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 2:54 PM IST