মদন মিত্রের জন্মদিন! মোমে আগুন জ্বালিয়ে, কেক খাইয়ে পাশে থাকলেন মধুমিতা

Last Updated:

মোমবাতিতে আগুন ধরালেন মধুমিতা, তারপর কেক কেটে খাইয়ে দিলেনও মদন মিত্রকে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।

#কলকাতা: কামারহাটির তৃণমূল সাংসদ মদন মিত্র কিন্তু 'কালারফুল বয়'। মুখ্য়মন্ত্রী আগেই তা জানিয়েছেন সর্বসমক্ষে। তাঁর জন্মদিন ছিল গত শনিবার। ১৯৫৪ সালের ৩ ডিসেম্বর মদন মিত্রের জন্ম, বিধায়কের ৬৮ তম জন্মদিন উপলক্ষ্যে কামারহাটি বিধানসভা অঞ্চল জুড়ে নানা জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রামে মদন মিত্র পোষ্ট করলেন মধুমিতার সঙ্গে এক ছবি। কেক কাটছেন বিধায়ক। সঙ্গে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং শ্রীতমা ভট্টাচার্য। দুজন দু-পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেক কাটার সময়। মোমবাতিতে আগুন ধরালেন মধুমিতা, তারপর কেক কেটে খাইয়ে দিলেনও মদন মিত্রকে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল।
advertisement
প্রসঙ্গত, বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তাঁর জন্মদিনের অনুষ্ঠান। কামারহাটি বিধানসভা অঞ্চলের দলীয় নেতা কর্মী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তার অঞ্চলের প্রিয় ভালবাসার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে, উপহার দিয়ে, কেক কেটে, মালা পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করেন। বিধায়ক মদন মিত্র কামারহাটি বিধানসভার মানুষের এই ভালোবাসা দেখে যথেষ্টই আপ্লুত। তিনি তাঁর জন্মদিনকে কামারহাটি বিধানসভার মানুষের জন্য উৎসর্গ করেছেন।
advertisement
বিধায়ক তাঁর জন্মদিনে কামারহাটির মানুষকে প্রতিজ্ঞা করেছেন, কামারহাটি বিধানসভা অঞ্চলকে নতুনভাবে গড়ে তুলবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবি ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক। যদিও জন্মদিনের দিনও মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আক্ষেপের সুর শুনতে পাওয়া গিয়েছে মদন মিত্রের গলায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মদন মিত্রের জন্মদিন! মোমে আগুন জ্বালিয়ে, কেক খাইয়ে পাশে থাকলেন মধুমিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement