Madan Mitra: দলে কোণঠাসা মদন? 'দাঁড়াবার মতো জায়গা থাকবে বলে মনে হয় না...' বিধায়কের কথায় রাজনীতি ছাড়ার ইঙ্গিত?

Last Updated:

Madan Mitra: তিনি বলেন, ‘কিছু দালাল চিটিংবাজ  দলের মধ্যে ঢুকে  দলকে নোংরা করার চেষ্টা করছে l আমার তো আর কদিন। আমার আর ২০২৬ এর পর দাঁড়াবার মতো জায়গা থাকবে বলে মনে হয় না। সৌগত রায় নিশ্চই ২৪-এ দাঁড়াবেন। দলটাকে বাঁচান, দল বাঁচলে আমরা বাঁচব’l

রাজনীতি ছাড়ছেন মদন মিত্র? ফাইল ছবি
রাজনীতি ছাড়ছেন মদন মিত্র? ফাইল ছবি
কলকাতা: ফের বিস্ফোরক মদন মিত্র। দলের সঙ্গে সম্পর্কের সমীকরণ কিছুটা হলেও বদলাচ্ছে অন্তত ফেসবুক লাইভে এসে করা তাঁর মন্তব্য কিন্তু এমনটাই বলছে। সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় কামারহাটির তৃণমূল বিধায়ক। এবার কিছুটা বিতর্কের আভাস পাওয়া গেল তাঁর মন্তব্যে।  তিনি বলেন, ‘কিছু দালাল চিটিংবাজ  দলের মধ্যে ঢুকে  দলকে নোংরা করার চেষ্টা করছে l আমার তো আর কদিন। আমার আর ২০২৬ এর পর দাঁড়াবার মতো জায়গা থাকবে বলে মনে হয় না। সৌগত রায় নিশ্চই ২৪-এ দাঁড়াবেন। দলটাকে বাঁচান, দল বাঁচলে আমরা বাঁচব’l
 এর আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রবল ক্ষোভ উগড়ে দেন মদন মিত্র৷ রাজ্যের একমাত্র সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিতে গিয়ে পুলিশকেও ‘ভেড়া’ বলে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদনের অভিযোগ, এসএসকেএম আর জনগণের হাসপাতাল নেই৷ বরং সেখানে এখন ফূর্তি চলে৷ বাম আমল হলে এসএসকেএমে রোগী ভর্তি করতে তাঁর কোনও অসুবিধা হত না বলেও আক্ষেপ করতে শোনা যায় মদনকে৷ এসএসকেএম হাসপাতাল বয়কটেরও ডাক দেন ক্ষুব্ধ মদন। এদিনও তাঁকে খানিকটা বেসুরোই দেখা গেল।
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘তৃণমূল ভাল লাগবে না, করবেন না। কিন্তু আমাদের দলেরই একাংশ যে ভাবে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারা ও মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যাকে সাবোতাজ করার চেষ্টা করছেন তাঁদের আমরা ঘৃণা করি।’
প্রসঙ্গত  হরনাথ চক্রবর্তী হাত ধরেই বাংলা সিনেমার অন্যতম অভিনেতা হয়ে উঠতে চলেছেন কালারফুল বয় মদন মিত্র! তাহলে কি এবার রাজনীতি থেকে বিদায় নিয়ে অভিনয়ে মনে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেকে।
advertisement
মদন মিত্র অভিনীত নতুন বাংলা ছবি ‘ও লাভলি’ র প্রমোশনে বারাসত স্টার মলে উপস্থিত হয়েছিলেন হিরো হিরোইন সহ কলাকুশলীরা। তবে সকলের মধ্যে বাড়তি নজর কেড়ে নেন মদন মিত্রই। রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিচ্ছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: দলে কোণঠাসা মদন? 'দাঁড়াবার মতো জায়গা থাকবে বলে মনে হয় না...' বিধায়কের কথায় রাজনীতি ছাড়ার ইঙ্গিত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement