Sovan-Baisakhi: আলতো আলিঙ্গন, শোভনের বাহুডোরে বৈশাখী! বন্ধুত্ব-দিবসে আদরমাখা পোস্ট...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রেমের দিবসেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আদরে মাখামাখি সেই ছবিতে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। এবার বন্ধুত্ব দিবসেও তাইই। তাঁরা সঙ্গী, বন্ধুও বটে।
advertisement
কথায় বলে পৃথিবীতে ভালো বই ও বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন। বন্ধুরা জীবনের এমন একটা অংশ যার সঠিক কোনও ব্যাখ্যা নেই। কিন্তু কোনও রকম বিচার বিবেচনা ছাড়াই মন খুলে কথা বলতে পারার বিশেষ মানুষই হল আপনার বন্ধু। বন্ধুত্ব উদযাপনের জন্য আন্তর্জাতিক ভাবে একটি বিশেষ দিন রয়েছে। তবে বন্ধুদের জন্য আলাদা করে কোনও দিন সত্যিই হয় না। বন্ধুরা চিরকালের, সব দিনই ফ্রেন্ডশিপ ডে। সাধারণত অগস্ট মাসের প্রথম রবিবারকেই ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করা হয়। এ বছরে ফ্রেন্ডশিপ ডে পড়েছে আগামী রবিবার, অর্থাৎ ১ অগস্ট।
advertisement
প্রেম, রাজনীতি, যাঁদের নামের সঙ্গে একেবারে সমার্থক, তাঁরা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়।বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে কয়েক যোজন দূরে থাকলেও তাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব। জুটিকে নিয়ে আলোচনার শেষ নেই। তাই বন্ধুত্বের দিনে তাঁরা কী করলেন, তা দেখার জন্য মুখিয়ে ছিল নেটিজেনরা। তবে নেটিজেনদের হতাশ করেননি তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁদের বন্ধুত্ব দিবসে কাটানো নানা মুহূর্ত।
advertisement
ঘড়ির কাঁটা ১২টার ঘর পেরোতেই ফেসবুকের পাতায় শোভন চট্টোপাধ্যায়কে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানান বৈশাখী। ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্যই আমি একটু বেশি হাসি। তোমার জন্যই আমি একটু কম কাঁদি। তোমার জন্যই আমার মুখে হাসি লেগে থাকে।’ প্রেমের দিবসেও ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আদরে মাখামাখি সেই ছবিতে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। এবার বন্ধুত্ব দিবসেও তাইই। তাঁরা সঙ্গী, বন্ধুও বটে।
advertisement
রাষ্ট্রপুঞ্জ ২০১১ সালে ৩০ জুলাই দিনটিকে ফ্রেন্ডশিপ দিন বলে ঘোষণা করেছে, তবে এখনও বন্ধু দিবস বলতে কিন্তু আগস্টের প্রথম রবিবারটিকেই বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বেশ কিছু দেশে অন্যান্য দিনেও বন্ধুত্বের উদযাপন করা হয়। যেমন আলাদা করে মেয়েদের ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় আগস্ট মাসের তিন নম্বর রবিবারে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 2:22 PM IST