• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে, যাত্রী বিক্ষোভে উত্তপ্ত শিয়ালদহ স্টেশন

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে, যাত্রী বিক্ষোভে উত্তপ্ত শিয়ালদহ স্টেশন

ফাইল ছবি ৷

ফাইল ছবি ৷

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ দুরন্ত এক্সপ্রেসে। শনিবার পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন বসিরহাটের বাসিন্দারা।

 • Share this:
  #কলকাতা: নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ দুরন্ত এক্সপ্রেসে। শনিবার পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন বসিরহাটের বাসিন্দারা। ২৪ জনের দলে রয়েছে বেশ কয়েকজন বাচ্চা। অভিযোগ কাঁচা মাংস পরিবেশন করা হয়। রুটিও খাবার অযোগ্য। যাত্রীরা ওই খাবারের বদলে দই-ভাত চাইলেও তাদের আবেদনে গুরুত্বই দেননি ক্যাটারার। খাবার খেয়ে বাচ্চা ও মহিলারা অসুস্থ হয়ে পড়লে বিক্ষোভ দেখান যাত্রীরা। ট্রেনেই অভিযোগ দায়ের করেছিলেন। ট্রেন শিয়ালদহ স্টেশনে এলে যাত্রীরা খাবার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । ট্রেন ম্যানেজার টি প্রসাদকে ঘিরে ও বিক্ষোভ দেখান তারা। যাত্রী বিক্ষোভের জেরে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয় শিয়ালদহ ৯এ প্লাটফর্মে। আরও পড়ুন : অভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে বিপদমুক্ত নন, জানালেন চিকিৎসকেরা
  First published: