নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

Last Updated:

ফের নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় দুরন্ত এক্সপ্রেস ৷ সোমবার বিকেলে ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসছিল এক্সপ্রেসটি ৷ অভিযোগ, ট্রেনের S1 বগিতে পচা খাবার পরিবেশন করা হয় ৷

#কলকাতা: ফের নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় দুরন্ত এক্সপ্রেস ৷ সোমবার বিকেলে বেঙ্গালুরু থেকে হাওড়া আসছিল এক্সপ্রেসটি ৷ অভিযোগ, ট্রেনের S1 বগিতে পচা খাবার পরিবেশন করা হয় ৷ এই ঘটনায় হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷
বেঙ্গালুরু থেকে হাওড়া আসছিল যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেসটি ৷ সেই এক্সপ্রেসেই S1 বগিতে লাঞ্চে পচা খাবার পরিবেশন করা হয় ৷ খাবার থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলেও অভিযোগ করেন যাত্রীরা ৷ সেই বিষয়টি নিয়ে অভিযোগ করলেও ক্যাটারিংয়ে কর্মরত কর্মীরা নাকি কোনও পাত্তাই দেননি ৷ এমনটাই দাবি করেন যাত্রীরা ৷ এরপর হাওড়া স্টেশনে ট্রেনটি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন তারা ৷ বারবার দুরন্ত এক্সপ্রেসের মত ট্রেনে এধরনের খারাপ খাবার কেন পরিবেশন করা হচ্ছে ? সে নিয়েও উঠছে প্রশ্ন ৷ যার জেরে রেলের যাত্রী পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ ওঠে দুরন্ত এক্সপ্রেসের বিরুদ্ধে ৷ যাত্রীরা অভিযোগ করেছিলেন, কাঁচা মাংস পরিবেশন করা হয় ৷ রুটিও খাবার অযোগ্য ৷ সেই বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানান হলেও ক্যাটাররা কোনও পাত্তা দেননি বলে জানান যাত্রীরা ৷ এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনে এলে যাত্রীরা খাবার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । ট্রেন ম্যানেজার টি প্রসাদকে ঘিরে ও বিক্ষোভ দেখান তারা ৷ যাত্রী বিক্ষোভের জেরে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয় শিয়ালদহ ৯এ প্লাটফর্মে ৷ কিন্তু তারপরেও আবারও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠল দুরন্ত এক্সপ্রেসের বিরুদ্ধে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement