কলকাতা : এ বঙ্গে জন্মানো প্রতি চার শিশুর মধ্যে এক জন শিশুর ওজন কম ! ২০২২ রাজ্য স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ এক রিপোর্টে উঠে এসেছে এমনই উদ্বিগ্ন হওয়ার মত তথ্য। যা নিয়ে যথেষ্টই চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ওজন আড়াই কিলো গ্রামের কম হওয়ার মানেই শিশুর ওজন কম ! এমনই মনে করেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আর কম ওজনের জন্য শিশুর শরীরে প্রভাব পড়তে পারে মারাত্মক।
স্বাস্থ্য দফতরের সূত্রের খবর অনুযায়ী, ২০২২ এর এই রিপোর্টে উঠে এসেছে এ রাজ্যে জন্মানো প্রতি চারটি শিশুর মধ্যে একজন শিশু লো বার্থ ওয়েট ! কলকাতা, জঙ্গল মহলের চিত্র আরও উদ্বেগের। সম্প্রতি কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায় জন্মানো প্রতি ৩ টি শিশুর মধ্যে একজন শিশুর জন্ম হয়েছে লো বার্থ ওয়েট নিয়ে। একই রকম উদ্বেগের ছবি রিপোর্টে ধরা পড়েছে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের।
আরও পড়ুন - IMD Weather Update|| সাগরে ঘনাচ্ছে বিপদ! বাতাস বইবে ঘণ্টায় ৬৫ কিমি গতিতে, কলকাতায় কবে তুলকালাম
তবে তুলনামূলক ভাবে সমস্ত জেলার মধ্যে স্বস্তির ছবি দুই পাহাড়ি জেলায়। কালিম্পং এবং দার্জিলিংয়ের রিপোর্ট খানিক স্বস্তি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর কে। তবে, স্বাস্থ্য দফতরের এক কর্তার বক্তব্য অনুযায়ী, বহু আশঙ্কাজনক গর্ভবতী মহিলা কলকাতায় রেফার হয়ে আসেন বিভিন্ন জেলা হাসপাতাল থেকে। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ বা সরকারি হাসপাতালে শিশুর জন্ম দেন। সে ক্ষেত্রে কলকাতার পরিসংখ্যানের চিত্রটা আলাদা করে বোঝাটা একটু কঠিন !
আরও পড়ুন - Student Missing: বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্সের সামনে থেকে হারিয়ে গেল ছাত্র, তারপর যা যা হল
চলতি বছর বহু শিশুর মৃত্যু হয়েছে এডিনো ভাইরাস সংক্রমণ বা অন্য কোনো ভাইরাসের কারণে। স্বাস্থ্য দফতরের তরফে একাধিকবার বলা হয়েছে শুধু ভাইরাসের দাপটে নয়, শিশুদের মৃত্যুর অন্যতম কারণ কো মর্বিডিটি। শিশু চিকিৎসকেরা জানাচ্ছেন এই কো মর্বিডিটির পাশাপাশি শিশুদের জন্মের সময় কম ওজনও দায়ী। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান শিশুদের কম ওজনের জন্য দায়ী অনেক ক্ষেত্রে কম বয়সে মা হওয়া!
Onkar Sarkarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health department, New Born Baby, State Health department