Bengal BJP: পাখির চোখ চব্বিশ! তৈরি ২০ জনের কমিটি..কে কে জায়গা করে নিলেন তালিকায়? প্রকাশ্যে এল নাম
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রায় গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক ও সহকারি পর্যবেক্ষকদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
কলকাতা: নির্বাচনী পর্যবেক্ষকের পরে এবার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কমিটি তৈরি করল বঙ্গের পদ্ম শিবির। ২০ জনের এই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য নেতৃত্বের জায়গা হয়েছে। কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বারলা। পাশাপাশি, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকেও রাখা হয়েছে নির্বাচনী কমিটিতে।
রাজ্য বিজেপির পাশাপাশি এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, আশা লকড়া এবং অমিত মালব্যকেও বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে কুড়ি জনের নয়া কমিটিতে। কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুমতিক্রমে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলা সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচনী সহ পর্যবেক্ষক নিযুক্ত করা হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।
advertisement
আরও পড়ুন: চার দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার! নরেন্দ্রপুরের পুকুরে মিলল লাশ
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রায় গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক ও সহকারি পর্যবেক্ষকদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়াকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির এই তিন শীর্ষ নেতাই সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন।
advertisement
মঙ্গল পাণ্ডে বিজেপির বিহারের রাজ্য সভাপতি এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আশা লকড়া দুবারের রাঁচীর মেয়র এবং দলের ন্যাশনাল সেক্রেটারির পাশাপাশি আদিবাসী নেত্রী হিসেবে পরিচিত। অমিত মালব্য আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা। আর এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য শিবির মোট কুড়ি জনের নির্বাচনী কমিটি গঠন করল। যে কমিটির তালিকা সামনে এসেছে তাতে আদি নব্য মিশেল রেখেই তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষের অ্যাকাউন্টে টাকা! বড় ঘোষণা করে মমতার হুঙ্কার, ‘আমি অল আউট খেলব!’
সাম্প্রতিক সময় আদি নব্য দ্বন্দ্ব এবং বিজেপির ঘরোয়া কোন্দলের যে ছবি সামনে এসেছে তাতে লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে পড়ে দল। এবার তাই লোকসভা নির্বাচনের যে কমিটি বঙ্গ বিজেপি তৈরি করল সেখানে ‘সব পক্ষ’কে রেখে একটা ঐক্যের বার্তা দিল বঙ্গ বিজেপি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে রাজ্য বিজেপির নয়া নির্বাচনী কমিটি নতুন করে কোনও ক্ষোভ বিক্ষোভের জন্ম দেয় কিনা তার উত্তর দেবে সময়ই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 04, 2024 5:04 PM IST