TMC Candidate List: তারকায় ঠাসা তৃণমূলের প্রার্থী তালিকা, কোন তারকা লড়বেন কোন কেন্দ্রে? সম্পূর্ণ তালিকা

Last Updated:

TMC Candidate List 2024: রবিবার সকাল থেকেই রাজ্যবাসী মুখিয়ে ছিলেন প্রার্থী তালিকায় কে কে জায়গা করে নেবেন, তা জানতে। কোন তারকা লড়বেন তাও ছিল জল্পনায়।

কলকাতা: তারকায় ঠাসা তৃণমূলের প্রার্থী তালিকা। ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই তালিকায় রয়েছে একের পর এক চমক। ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে।
রবিবার সকাল থেকেই রাজ্যবাসী মুখিয়ে ছিলেন প্রার্থী তালিকায় কে কে জায়গা করে নেবেন, তা জানতে। কোন তারকা লড়বেন তাও ছিল জল্পনায়। সেই জল্পনার ইতি ঘটেছে বেশ কিছুক্ষণ আগেই। মিমি, নুসরতের মতো তারকারা তালিকা থেকে বাদ পড়লেও জুড়েছে বেশ কয়েকটি বড় নাম, যা শুনে চমকে গিয়েছে রাজনৈতিকমহল।
আরও পড়ুনঃ দোলে দিঘা যাবেন ভেবেছেন? নতুন বিপত্তিতে অতিষ্ঠ পর্যটকরা, কী ঘটছে জানুন
তালিকার প্রথম নামটি বাংলার ঘরের মেয়ে, বাংলার দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বড় চমক ছিল বহরমপুরে। বহরমপুর থেকে দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব অধীর চৌধুরীর বিরুদ্ধে এ বারে প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। কোনওভাবেই জল্পনায় ছিল না যে নামটি বলেই মত ওয়াকিবহাল মহলের।
advertisement
advertisement
এ বারেও বীরভূম থেকে লড়বেন শতাব্দী রায়। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে অভিনেত্রী সায়নী ঘোষ, মেদিনীপুর থেকে জুন মালিয়া, বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ।
একনজরে দেখে নিন, কোথায় কাকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়..
আলিপুরদুয়ার – প্রকাশচিক বড়াইক
আরামবাগ-মিতালি বাগ
আসানসোল- শত্রুঘ্ন সিনহা
বহরমপুর- ইউসুফ পাঠান
বালুরঘাট- বিপ্লব মিত্র
advertisement
বনগাঁ-বিশ্বজিৎ দাস
বাঁকুড়া-অরূপ চক্রবর্তী
বারাসত- কাকলী ঘোষ দস্তিদার
বর্ধমান পূর্ব- ডক্টর শর্মিলা সরকার
ব্যারাকপুর-পার্থ ভৌমিক
বসিরহাট-হাজী নুরুল ইসলাম
বীরভূম- শতাব্দী রায়
বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল
বোলপুর-অসিত মাল
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
কোচবিহার- জগদীশ চন্দ্র বাশুড়িয়া
দার্জিলিং- গোপাল লামা
ডায়মন্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
দমদম- সৌগত রায়
ঘাটাল- দেব
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
হাওড়া-প্রসূন বন্দ্যোপাধ্যায়
advertisement
যাদবপুর- সায়নী ঘোষ
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
জঙ্গিপুর-খলিলুর রহমান
ঝাড়গ্রাম-কালীপদ সোরেন
জয়নগর-প্রতিমা মন্ডল
কাঁথি-উত্তম বারিক
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর-মহুয়া মৈত্র
মালদা দক্ষিণ- শাহনওয়াজ আলী রহমান
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মথুরাপুর-বাপি হালদার
মেদিনীপুর-জুন মালিয়া
মুর্শিদাবাদ-আবু তাহের খান
পুরুলিয়া-শান্তিরাম মাহাতো
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
রানাঘাট- মুকুট মণি অধিকারী
advertisement
শ্রীরামপুর-কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দেবাংশু ভট্টাচার্য
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। নজিরবিহীন ভাবে, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List: তারকায় ঠাসা তৃণমূলের প্রার্থী তালিকা, কোন তারকা লড়বেন কোন কেন্দ্রে? সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement