Digha: দোলে দিঘা যাবেন ভেবেছেন? নতুন বিপত্তিতে অতিষ্ঠ পর্যটকরা, কী ঘটছে জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: দিঘায় আবারও সমস্যার মুখে পর্যটকেরা। এ বার নতুন করে এই বিপত্তি পর্যটকদের জন্য সমস্যা তৈরি করেছে।
দিঘা: দিঘায় সমস্যার মুখে পর্যটকরা। এ বার নতুন করে এই বিপত্তি পর্যটকদের জন্য সমস্যা তৈরি করেছে। রাজ্য সরকারের উদ্যোগে দিঘা বর্তমানে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিনিয়ত দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। কিন্তু একদিকে যখন দিঘায় ভিড় বাড়ছে তখন নানান সমস্যা উঠে আসছে দিঘা জুড়ে। দিঘায় পর্যটকদের কোনওরকম সমস্যায় যাতে পড়তে না হয় তার সেদিকে সদা খেয়াল রেখেছে প্রশাসন। দিঘায় প্রতিনিয়তের নিত্যনতুন বিপত্তি পর্যটকদের সমস্যা সৃষ্টি করেছে। ফের এক নতুন বিপত্তি হাজির দিঘায়।
পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার ব্র্যান্ড ভ্যালু বর্তমানে গোয়ার মতোই। কিন্তু এই দিঘা পর্যটন কেন্দ্রে বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ পর্যটক থেকে স্থানীয়রা। পর্যটনকেন্দ্র ধোঁয়ায় ঢাকছে, সেইসঙ্গে পরিবেশ দূষণ হচ্ছে।
আরও পড়ুনঃ ব্রিগেডে আজ লোকসভার প্রার্থী ঘোষণা মমতার, কলকাতা ভিজবে বৃষ্টিতে? শুরুর আগে জানুন পূর্বাভাস
নিউ দিঘার ঢেউ সাগরের পাশেই প্রতিনিয়ত গাদা গাদা জমা হচ্ছে প্লাস্টিক, পলিথিন এবং নোংরা আবর্জনা। আর রাতের অন্ধকারে কে বা কারা সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ফলে প্লাস্টিক থেকে নির্গত ধোঁয়া এলাকাকে দূষণ করছে বলে পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষের অভিযোগ।
advertisement
advertisement
বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় দিয়া দিঘায় আবর্জনার পরিমাণও প্রচুর। প্রতিনিয়ত কয়েক ট্রাক্টর আবর্জনা ও জঞ্জাল জমা হচ্ছে। আবর্জনার ভ্যাটে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার ফলে আকাশ ঢাকছে ধোঁয়ায়। গোটা সমুদ্র পর্যটন নগরী দিঘার। বিষাক্ত ধোঁয়ায় নাভিশ্বাস হওয়ার জোগাড় পর্যটক থেকে স্থানীয়দের।
দিঘা রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র। পর্যটন কেন্দ্রে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা ঘটছে। দিঘায় জঞ্জাল পোড়া ধোঁয়া অতিষ্ঠ পর্যটকরা। প্রসঙ্গত দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সদা সচেষ্ট প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যায় নোংরা আবর্জনাগুলিকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে। দ্রুত সেই কাজ শুরু হবে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 2:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দোলে দিঘা যাবেন ভেবেছেন? নতুন বিপত্তিতে অতিষ্ঠ পর্যটকরা, কী ঘটছে জানুন