Lok Sabha Election 2024: ভোটের দামামা বাজতেই তত্পর নির্বাচন কমিশন! সোমবারই বিশেষ বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
১৮ ই মার্চ সোমবার বেলা ১২ টা থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। আজকেই ঘোষিত হবে নির্বাচনের দিনক্ষণ। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই তত্পর নির্বাচন কমিশন। এখন থেকেই তৎপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
আগামী ১৮ ই মার্চ সোমবার বেলা ১২ টা থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলায় জেলায় আধা সেনা মোতায়েন নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা হবে বলেই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন: ‘বউদিকে ভুলবেন না’! একডালিয়ায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনে গিয়ে বড় ঘোষণার মমতার
advertisement
advertisement
সব জেলার জেলাশাসক ও জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন সিইও। কীভাবে বাহিনী মোতায়েন হবে তা নিয়েই নির্দেশ দেবেন সিইও বলেই কমিশন সূত্রে খবর।
প্রসঙ্গত, ১৬ মার্চ শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। কমিশনের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, ভোটের সময়সূচী ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক হবে শনিবার। ১৬ মার্চ বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক।
advertisement
কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2024 1:27 PM IST










