Local trains cancelled from Sealdah: রেল ব্রিজে মেরামতির জের আজ রাত থেকেই শিয়ালদহে বাতিল এই লোকালগুলি

Last Updated:

রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রিগার্ডিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হচ্ছে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: শিয়ালদহ এবং দমদম জংশনের মধ্যে একটি রেল ব্রিজের মেরামতির কাজ শুরু হচ্ছে আজ রাতে৷ যার জেরে বাতিল করা হবে আপ এবং ডাউন লাইনের বেশ কয়েকটি লোকাল ট্রেন৷ কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও সময় বদল করা হচ্ছে৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত ১১.৩০ থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে দশ ঘণ্টা ট্রেন চলবে না৷ মেরামতির কাজ চলাকালীন ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার দরুণ ট্রেন চলাচল বন্ধ থাকবে৷
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রিগার্ডিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হচ্ছে৷ মূলত শিয়ালদহ- বনগাঁ, িশয়ালদহ মেন শাখা এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে৷ শিয়ালদহ- বনগাঁ শাখার ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ট্রেন রবিবার হাবরা থেকে বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকবে ৩৩৩৫৭, ৩৩৬১৩ আপ এবং ৩৩৬১৬ ও ৩৩৬১৮ ডাউন দত্তপুকুর লোকাল বাতিল থাকবে৷ ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩৪ ডাউন বারাসত লোকালও বাতিল করা হয়েছে৷ ৩৩৫১৩ আপ ও ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ লোকালও বাতিল করা হচ্ছে৷
advertisement
advertisement
শিয়ালদহ মেন শাখায় ৩১৬১১, ৩১৬১৫ আপ এবং ৩১৬১২ আপ ও ৩১৬১২ এবং ৩১৬১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হচ্ছে৷ ৩১৫১৫ আপ ও ৩১৫১৬ ডাউন শান্তিপুর লোকাল, ৩১২১৩,৩১২২১ আপ এবং ৩১২১৪ ও ৩১২২২ ডাউন ব্যারাকপুর লোকাল বাতিল করা হয়েছে৷ ৩১৪৭১, ৩১৪১৫ আর এবং ৩৪০৫২ ও ৩১৪২০ ডাউন নৈহাটি লোকালও বাতিল থাকছে৷
advertisement
শিয়ালদহ দক্ষিণ শাখায় চলাচলকারী ৩১০৫১, ৩৪১১৭ আপ এবং ৩৪১১৮ ডাউন বজবজ লোকালও বাতিল করা হয়েছে৷ দূরপাল্লার ট্রেনের মধ্যে মালদহ টাউন গৌর এক্সপ্রেস, এনজিপি শিয়ালদহ দার্জিলিং মেল, আলিপুরদুয়ার শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Local trains cancelled from Sealdah: রেল ব্রিজে মেরামতির জের আজ রাত থেকেই শিয়ালদহে বাতিল এই লোকালগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement