Local trains cancelled from Sealdah: রেল ব্রিজে মেরামতির জের আজ রাত থেকেই শিয়ালদহে বাতিল এই লোকালগুলি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রিগার্ডিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হচ্ছে৷
#কলকাতা: শিয়ালদহ এবং দমদম জংশনের মধ্যে একটি রেল ব্রিজের মেরামতির কাজ শুরু হচ্ছে আজ রাতে৷ যার জেরে বাতিল করা হবে আপ এবং ডাউন লাইনের বেশ কয়েকটি লোকাল ট্রেন৷ কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও সময় বদল করা হচ্ছে৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত ১১.৩০ থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে দশ ঘণ্টা ট্রেন চলবে না৷ মেরামতির কাজ চলাকালীন ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার দরুণ ট্রেন চলাচল বন্ধ থাকবে৷
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নম্বর সেতুর রিগার্ডিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করতে হচ্ছে৷ মূলত শিয়ালদহ- বনগাঁ, িশয়ালদহ মেন শাখা এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে৷ শিয়ালদহ- বনগাঁ শাখার ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ট্রেন রবিবার হাবরা থেকে বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকবে ৩৩৩৫৭, ৩৩৬১৩ আপ এবং ৩৩৬১৬ ও ৩৩৬১৮ ডাউন দত্তপুকুর লোকাল বাতিল থাকবে৷ ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩৪ ডাউন বারাসত লোকালও বাতিল করা হয়েছে৷ ৩৩৫১৩ আপ ও ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ লোকালও বাতিল করা হচ্ছে৷
advertisement
advertisement
শিয়ালদহ মেন শাখায় ৩১৬১১, ৩১৬১৫ আপ এবং ৩১৬১২ আপ ও ৩১৬১২ এবং ৩১৬১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল বাতিল করা হচ্ছে৷ ৩১৫১৫ আপ ও ৩১৫১৬ ডাউন শান্তিপুর লোকাল, ৩১২১৩,৩১২২১ আপ এবং ৩১২১৪ ও ৩১২২২ ডাউন ব্যারাকপুর লোকাল বাতিল করা হয়েছে৷ ৩১৪৭১, ৩১৪১৫ আর এবং ৩৪০৫২ ও ৩১৪২০ ডাউন নৈহাটি লোকালও বাতিল থাকছে৷
advertisement
শিয়ালদহ দক্ষিণ শাখায় চলাচলকারী ৩১০৫১, ৩৪১১৭ আপ এবং ৩৪১১৮ ডাউন বজবজ লোকালও বাতিল করা হয়েছে৷ দূরপাল্লার ট্রেনের মধ্যে মালদহ টাউন গৌর এক্সপ্রেস, এনজিপি শিয়ালদহ দার্জিলিং মেল, আলিপুরদুয়ার শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2022 4:50 PM IST