Local Train Schedule: নিত্যযাত্রীদের জন্য বড় খবর! এ বার রবিবারও শিয়ালদহ থেকে এসি লোকাল! ক্যান্টনমেন্ট-বনগাঁ নতুন ট্রেন! জানুন সময়সূচি!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Local Train Schedule:শিয়ালদহ বিভাগে শিয়ালদহ–কল্যাণী (KYI) রুটে নতুন একটি AC EMU লোকাল পরিষেবা চালু করছে। বিশেষত বিকেলের ব্যস্ত সময়ে এই পরিষেবা যাত্রীদের আধুনিক ও আরামদায়ক যাত্রার সুযোগ দেবে।
কলকাতা: পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ লোকাল ট্রেন পরিষেবায় একটি বড়সড় আপগ্রেড ও রেশনালাইজেশন কার্যকর করেছে। নতুন ট্রেন (AC ও EMU) চালু, জনপ্রিয় AC লোকাল পরিষেবা সপ্তাহান্তেও সম্প্রসারণ, এবং রুট অগমেন্টেশন—এসব উদ্যোগ যাত্রীদের বিভ্রান্তি দূর করে শেষ-মাইল সংযোগকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও আরামদায়ক ও সংযুক্তিকরণের লক্ষ্যে নতুন AC EMU লোকাল
শিয়ালদহ বিভাগে শিয়ালদহ–কল্যাণী (KYI) রুটে নতুন একটি AC EMU লোকাল পরিষেবা চালু করছে। বিশেষত বিকেলের ব্যস্ত সময়ে এই পরিষেবা যাত্রীদের আধুনিক ও আরামদায়ক যাত্রার সুযোগ দেবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় কল্যাণীর যাত্রীদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে। শিক্ষার্থী ও রোগীদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে।
advertisement
সময়সূচি (সোমবার থেকে শনিবার):
শিয়ালদহ → কল্যাণী: দুপুর ৩:১০ রওনা দেবে, পৌঁছবে ৪:৩২ মিনিটে
advertisement
কল্যাণী → শিয়ালদহ: ৫:০২-এ রওনা, ৬:২০ মিনিটে পৌঁছবে
স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচড়াপাড়া
সপ্তাহান্তেও AC লোকালের আরাম
জনপ্রিয় শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন (KNJ) AC EMU লোকাল (স্পেশাল) পরিষেবা এখন থেকে রবিবারেও চলবে।এতদিন এই পরিষেবা সোমবার থেকে শনিবার চললেও রবিবার চালু হওয়ায় পরিবার-সহ সপ্তাহান্তে আরামদায়ক ভ্রমণে আরও সুবিধা হবে।
advertisement
সময়সূচি (এখন রবিবারও):
শিয়ালদহ → কৃষ্ণনগর: সকাল ১১:৫৫ রওনা, বিকেল ২:২০ আগমন
কৃষ্ণনগর → শিয়ালদহ: দুপুর ৩:৫৭ মিনিটে রওনা, সন্ধ্যা ৬:২০ মিনিটে আগমন
মেট্রো যাত্রীদের সুবিধায় দমদম ক্যান্টনমেন্ট থেকে নতুন পরিষেবা
মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দিতে দমদম ক্যান্টনমেন্ট (DDC) থেকে বনগাঁ (BNJ) পর্যন্ত নতুন লোকাল চালু করা হচ্ছে।
DDC → BNJ লোকাল: প্রতিদিন ২০:০৫ রওনা
advertisement
BNJ → BT লোকাল: বনগাঁ থেকে রাত ২২:০০ রওনা
এই নতুন বন্দোবস্ত অনুযায়ী বিশেষত সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রো যাত্রীদের জন্য মসৃণ সংযোগের পরিষেবা দেবে। বনগাঁ–বারাসত রুটে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে শিয়ালদহ বিভাগ একাধিক ‘আপ’ ট্রেনকে বনগাঁ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করেছে। বর্তমানে দত্তপুকুর, ঠাকুরনগর বা গোপালনগর পর্যন্ত চলা ট্রেনগুলো ভবিষ্যতে বনগাঁ পর্যন্ত চালানো হতে পারে। এতে যাত্রীদের সঠিক ট্রেন শনাক্ত করার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে।
advertisement
অতিরিক্ত যাত্রী সুবিধা
রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ AC লোকাল পরিষেবার জন্য আরও দুটি নতুন স্টপেজ প্রস্তাব করা হয়েছে।
গোপালনগর থেকে বামনগাছি রুট প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের DRM শ্রী রাজীব সাক্সেনা বলেন, ‘‘এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ বিভাগের যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। নতুন ব্যবস্থায় দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো পরিষেবা ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দেবে, আর রবিবারের AC লোকাল সম্প্রসারণ পরিবারগুলোর জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ বাড়াবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 9:38 AM IST

