Rituparna Sengupta at CGO complex: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে কী কী প্রশ্ন করতে পারে ইডি? রইল সম্ভাব্য তালিকা
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rituparna Sengupta at CGO complex: ইডির কাছে হাজিরা দিতে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেন তলব করা হয়েছে অভিনেত্রীকে? ইডি সূত্রে খবর, অভিনেত্রী ঋতুপর্ণার আর্থিক লেনদেন নিয়ে এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে।
কলকাতা: ইডির কাছে হাজিরা দিতে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেন তলব করা হয়েছে অভিনেত্রীকে? ইডি সূত্রে খবর, অভিনেত্রী ঋতুপর্ণার আর্থিক লেনদেন নিয়ে এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে চাইছে ইডি। জিজ্ঞাসাবাদে ঋতুপর্ণাকে সাহায্য করতে তাঁর সঙ্গে রয়েছেন আইনজীবী।
অভিনেত্রী ঋতুপর্ণাকে কী কী প্রশ্ন করতে পারে ইডি-
কীভাবে কবে থেকে ওই মন্ত্রীর সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ?
ঋতুপর্ণা সেনগুপ্তের মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে?
advertisement
কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে?
কোথায় কোথায় টাকা লেনদেন করা হয়েছে?
রেশন দুর্নীতি মামলায় (pds) কী ভাবে টাকা এসেছে?
advertisement
প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2024 1:44 PM IST










