Liquor Sale During Holi Weekend Creates Record: ভাঙল পুরনো সব রেকর্ড, দোলের উইকেন্ডে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটির

Last Updated:

হিসেব করলে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে

#কলকাতা: দোলের উইকেন্ডে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হল ২০০ কোটি টাকার (Liquor Sale During Holi Weekend Creates Record)। হিসেব করলে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি হয়েছে মদের (Liquor Sale in WB)। গতবারের থেকে এবার বিক্রি অনেকটাই বেশি বলেই দাবি আবগারি দফতরের। সবথেকে বেশি বিক্রি হয়েছে বৃহস্পতিবার, এমনটাই আবগারি দফতর সূত্রে খবর। এই দিন বিক্রি ৭০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেশি মদ! তারপরেই বিক্রি হয়েছে বিদেশি হুইস্কি (Liquor Sale During Holi Weekend Creates Record)।
এই বছর বর্ষবরণের সময়, এমনকী তার পরও টানা ৯ দিন প্রতিদিনের হিসাবে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা রাজ্যে (Liquor Sale in WB creates record)।দুর্গাপুজোতেও মদ বিক্রিতে রেকর্ড করেছিল রাজ্য।  কিন্তু বড়দিন থেকে বর্ষবরণ, এই গোটা সময়ে মদ বিক্রিতে সেই রেকর্ড টপকে যায় রাজ্য।প্রতিদিন পানশালা কিংবা রেস্তোরাঁ থেকে প্রায় ৭০-৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা রাজ্যে। এখানেই শেষ নয়, গোটা রাজ্যে এই সময় ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে (Liquor Sale in WB creates record)।
advertisement
advertisement
চলতি বছর জানুয়ারি মাসে দেখা গিয়েছে, করোনাকালে অন্য অনেক ব্যবসা মুখ থুবড়ে পড়লেও মদ বিক্রি ফুলেফেঁপে উঠেছে রাজ্যে। গত দেড় বছরে মদ বিক্রির পরিমাণ ভেঙেছে পুরোনো সব রেকর্ড। রাজ্যে এহেন বিপুল পরিমাণ মদ বিক্রিতে লাভবান হয়েছে রাজ্য সরকারও। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণকে অনেকটাই পিছনে ফেলেছে গত দেড় বছরের মদ বিক্রি। ২০২০-র জুন মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মদ বিক্রির থেকে রাজ্যের আয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, দেশি মদ বিক্রি করেই রাজ্য আবগারি দফতর সবথেকে বেশি আয় করেছে।
advertisement
২০২২-এর জানুয়ারি মাসে সমীক্ষায় দেখা যায়, রাজ্যে গত দেড় মাসে যত মদ বিক্রি করা হয়েছে, তার মধ্যে ৩৫ শতাংশই দেশি মদ। দেশি মদের পর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিয়ার। উল্লেখ্য, গত দেড় বছরে অনেকটা সময়ই করোনার জেরে লকডাউন জারি ছিল। বন্ধ ছিল মদের দোকান। তা সত্ত্বেও উত্সবের মরশুমে মদ বিক্রি করে সেই লোকশান পুষিয়ে গিয়েছে। তবে সার্বিক ভাবে বিদেশি মদের বিক্রি কিছুটা কমেছে বলে জানা গিয়েছে।
advertisement
Somraj Bandopadhyay
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Liquor Sale During Holi Weekend Creates Record: ভাঙল পুরনো সব রেকর্ড, দোলের উইকেন্ডে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement