Babul Supriyo: 'ওঁর কোনও মান নেই', কার বিরুদ্ধে গর্জে উঠলেন বাবুল সুপ্রিয়! ক্ষণ মিলিয়ে মনোনয়ন পেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Babul Supriyo: বিজেপি-কে নিশানা করেন বাবুল সুপ্রিয়। বলেন, ''আমি একটা অন্য দল থেকে এসেছি। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব।''
ও#কলকাতা: শেষমেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার মনোনয়ন জমা দিচ্ছেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল। তার আগে অবশ্য তিনি বলেন, ''আমি অত্যন্ত আনন্দিত। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। কিন্তু আমি কখনও কোভিড বিধি ভাঙিনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।''
এরপরই বিজেপি-কে নিশানা করেন তিনি। বলেন, ''আমি একটা অন্য দল থেকে এসেছি। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ তারিখ। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব।''
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার রাতেই বালিগঞ্জের দ্বিতীয় কর্মী করেন বাবুল সুপ্রিয়। সভাশেষে বাবুলের চ্যালেঞ্জ, ''বিজেপির যারা লোকসভায় জিতেছিলেন, ২০২৪-এ তাদের মধ্যে কতজন ভোটে দাঁড়াতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে আমার। কেয়াকে (বালিগঞ্জের বিজেপি প্রার্থী) বলব, আমাকে নিয়ে বেশি চিন্তা করতে না। মেঘেদের দল নিয়ে আগে ভাবনা চিন্তা করুন।''
advertisement
সিপিআইএম-এর নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও নিশানা করেছেন বাবুল। তাঁর কথায়, ''ওঁর কোন মান নেই। সিপিআইএম পিছন দিকে এগোচ্ছে। নতুনদের দায়িত্ব না দিয়ে পিছনে থাকা মানুষদের নিয়ে আসা হচ্ছে। নিজে কোনও দিন জিততে পারেন না। ওঁর কথার কোন উত্তর দেব না।
advertisement
উপনির্বাচন হলেও কলকাতায় হতে চলেছে হাই-প্রোফাইল নির্বাচন। সেই ভোটে প্রার্থী বাবুল সুপ্রিয়। সেই সূত্রেই সোমবার রাজনৈতিক ইস্যুতে টক অফ দ্য টাউন সেই বাবুল সুপ্রিয়। পঞ্জিকা মেনে, শুভক্ষণ মিলিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে সোমবার সকাল ১০টা ৩০ মিনিট সময় মনোনয়ন জমা দিতে এলেন বাবুল সুপ্রিয়। এক বছর আগে বাংলার হাই প্রোফাইল বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসনের জন্য পদ্ম শিবিরের হয়ে ২২ মার্চ মনোনয়ন জমা দিয়েছিলেন। সেদিন বাবুলের সঙ্গে ছিলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বছর ঘুরতেই দু'জনের সঙ্গেই পদ্ম শিবিরের সম্পর্ক নেই ৷ বাবুল ফুল বদল করে, টালিগঞ্জের পাশের বালিগঞ্জে বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বীর তৃণমূলের হয়ে লড়াই করতে ময়দানে নেমেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2022 10:54 AM IST