ফের ববিতা সরকার মামলার ছায়া, মেধাতালিকায় নাম ছিল লিপিকার, অথচ চাকরি পেল অন্য কেউ

Last Updated:

ফের ববিতা সরকার মামলার ছায়া, রাষ্ট্রবিজ্ঞানের পর ইতিহাসে চাকরির চাঞ্চল্যকর অভিযোগ। মেধাতালিকায় নাম না থেকেও চাকরির বিস্ফোরক অভিযোগ। একাদশ-দ্বাদশের ইতিহাসের মেধাতালিকায় নাম ছিল না প্রবীন মণ্ডলের, অথচ চাকরি পেলেন মালদহর রতুয়া-র মহারাজপুর হাইস্কুলে।

#কলকাতা; ফের ববিতা সরকার মামলার ছায়া, রাষ্ট্রবিজ্ঞানের পর ইতিহাসে চাকরির চাঞ্চল্যকর অভিযোগ। মেধাতালিকায় নাম না থেকেও চাকরির বিস্ফোরক অভিযোগ। একাদশ-দ্বাদশের ইতিহাসের মেধাতালিকায় নাম ছিল না প্রবীন মণ্ডলের, অথচ চাকরি পেলেন মালদহর রতুয়া-র মহারাজপুর হাইস্কুলে।
অন্যদিকে, আচমকাই মেধাতালিকায় ৩০ নম্বরে থাকা লিপিকা মণ্ডলের নাম চলে যায় ৩১ নম্বরে। আজও চাকরি পাননি তিনি। লিপিকা মামলা দায়ের করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে। প্রবীন মণ্ডলের মেধাতালিকায় নাম না থেকেও চাকরির কারণ দর্শাতে এসএসসি-কে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
advertisement
advertisement
২৭/১১/২০১৭ একাদশ -দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ হয়। ইতিহাসে এসসি ক্যাটাগরির অপেক্ষমান তালিকায় (waiting list) ৩০ নম্বরে ছিলেন পশ্চিম মেদিনীপুরের লিপিকা মণ্ডল। হঠাৎ করেই সেই মেধাতালিকায় ২ নম্বরে নাম ভেসে ওঠে প্রবীন মণ্ডলের। আর সেই সময় মেধাতালিকায় ৩০ থেকে ৩১ নম্বরে পৌঁছে যান লিপিকা।
advertisement
হাইকোর্টের নির্দেশে এসএসসি নম্বর বিভাজন-সহ মেধাতালিকা প্রকাশ করতে দেখা যায়নি প্রবীন মণ্ডলের নাম। হাইকোর্টে বেআইনি ভাবে মেধাতালিকায় না থাকা প্রবীণ মন্ডলকে নিয়োগের অভিযোগ আনেন লিপিকা মণ্ডল। লিপিকা মণ্ডলের আইনজীবী ফিরদৌস সামিম জানান, ''ববিতা সরকারের মতই বঞ্চনার শিকার লিপিকা মণ্ডল। মেধাতালিকায় নাম থেকেও চাকরি না পাওয়ার অভিযোগ দায়ের করেছি। এসএসসি রিপোর্ট দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।''
advertisement
রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জট ছাড়াতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টে সিবিআই যে রিপোর্ট জমা করেছে, তার তথ্য দেখে চমকে উঠছেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে ৮১৬৩ জন চাকরি পেয়েছেন কার্যত সাদা খাতা জমা দিয়ে। ওএমআর শিট জালিয়াতি করেই সরকারি চাকরি পেয়েছেন এঁরা।
advertisement
সিবিআইয়ের দাবি, কেউ দিয়েছেন দু-একটি উত্তর, কেউ আবার সাদা খাতা জমা করেছেন। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি-- শিক্ষাঙ্গনের সব চাকরির ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে। বেআইনি ভাবে টাকা দিয়ে এই চাকরি পেয়েছেন আট হাজারের বেশি। এদিন কারা সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের ববিতা সরকার মামলার ছায়া, মেধাতালিকায় নাম ছিল লিপিকার, অথচ চাকরি পেল অন্য কেউ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement