কবের মধ্যে চাকরি প্রিয়ঙ্কা সাউ-এর? এবার এসএসসি-কে দিন বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে প্রিয়ঙ্কাকে। তিনটি স্কুলের বিকল্প থেকে তাঁকে পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।
#কলকাতা; পুজোর পরেই চাকরির সুপারিশপত্র দিতে হবে এসএসসি চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে, আগামী ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে করতে হবে কাউন্সেলিং, ২৮ অক্টোবরের মধ্যে দিতে হবে নিয়োগপত্র, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানান, বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে প্রিয়ঙ্কাকে। তিনটি স্কুলের বিকল্প থেকে তাঁকে পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।
অভিযোগ, যোগ্য ও নম্বর বেশি থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রিয়ঙ্কা! যদিও এসএসসির তরফে বলা হয় যে, তাঁকে মহিলা বিভাগে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। সেই পর্বে বাদ যান প্রিয়ঙ্কা। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই প্রিয়ঙ্কাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই নিয়োগের দিনও বেঁধে দিলেন তিনি।
আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রিয়াঙ্কাকে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করুক এসএসসি। আদালতের নির্দেশে প্রিয়ঙ্কা এবং তাঁর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দফতরে যান। বুধবার আদালতে এই বিষয়ে তাদের বক্তব্য জানায় এসএসসি। পরবর্তী শুনানি হয় আজ। রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কমিশনকে নির্দেশ দেন, ২৮ অক্টোবরের মধ্যে দিতে হবে নিয়োগপত্র দিতে হবে প্রিয়ঙ্কাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 4:26 PM IST