corona virus btn
corona virus btn
Loading

বামেদের বিক্ষোভে উত্তাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

বামেদের বিক্ষোভে উত্তাল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

সম্মেলন স্থলের সামনে মিলনমেলায় বিক্ষোভ বামেদের।

  • Share this:

#কলকাতা: রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেও তখনও ভেতরে উপস্থিত ২৯ দেশের প্রতিনিধিরা ৷ এমন সময়ই বিক্ষোভের উত্তেজনা ছড়াল বিশ্ববঙ্গ সম্মেলনে ৷ সম্মেলন স্থলের সামনে মিলনমেলায় বিক্ষোভ বামেদের। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় একদল বাম কর্মী সমর্থক। একই সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর গাড়ি ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷

ভাঙড়ে দুই গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বামেরা। বিক্ষোভের জেরে যানজট হয় ইএম বাইপাসে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই তড়িঘড়ি বাম সমর্থকদের আটক করে পুলিশ ৷ ২৩ জন মহিলা ও ১১২ জন পুরুষ সহ মোট ১৩৫ জন বাম নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ ৷  ধৃতদের মধ্যে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী, মানব মুখোপাধ্যায়, অনাদি সাহু ও কান্তি গঙ্গোপাধ্যায়ও ৷ বিক্ষোভে কিছুক্ষণ বন্ধ থাকে পরমা আইল্যান্ড ৷

বিশ্ববঙ্গ সম্মেলনের সামনে বামেদের বিক্ষোভ থেকে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার চালানোর অভিযোগ উঠেছে। গাড়ির ওপর লাঠি দিয়ে আঘাতের অভিযোগ করেছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য,‘এসবই দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ ’।

অন্যদিকে, প্রথম দিনেই বাজিমাত। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের হাত ধরে রাজ্যে এল ৩০ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। একাধিক বিদেশি সংস্থা রাজ্যের সংস্থাগুলির সঙ্গে হাত মেলানোয় খুলে যাচ্ছে যৌথ উদ্যোগের সম্ভাবনাও। খাদ্য প্রক্রিয়াকরণ থেকে প্রাকৃতিক সম্পদ - খনি থেকে টেলিকমে একাধিক বিনিয়োগ প্রস্তাব এল রাজ্যের ঝুলিতে।

First published: January 20, 2017, 7:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर