Left Front Candidate List: ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা, চমক দিল বামেরা! কে কোথায় প্রার্থী, জানুন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Left Front Candidate List: এই উপনির্বাচন বামেদের কাছে যাচাইয়ের, আরজি কর কাণ্ডকে ঘিরে তাদের লাগাতার আন্দোলনে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ল কিনা।
কলকাতা: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা৷ শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি, রবিবার করেছিল তৃণমূল। আর সোমবার বামফ্রন্ট ৬ আসনেই প্রার্থী দেওয়ায় স্পষ্ট হয়ে গেল, কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি বামেদের। আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে, তেমনই বামেদের কাছে যাচাইয়ের, আরজি কর কাণ্ডকে ঘিরে তাদের লাগাতার আন্দোলনে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ল কিনা।
প্রার্থী তালিকা অনুযায়ী, সিতাই থেকে ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মাকে প্রার্থী করল বামেরা। মাদারিহাট থেকে প্রার্থী হয়েছেন আরএসপি-র পদম ওঁরাও, নৈহাটি থেকে প্রার্থী সিপিআই(এল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুর থেকে প্রার্থী সিপিআই-এর মণিকুন্তল খামরুই, তালডাংড়া থেকে প্রার্থী সিপিআইএম-এর দেবকান্তি মহান্তি।
advertisement
advertisement
এদিকে, সিতাই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী সুজয় হাজরা, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে।
ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংড়ায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে তৃণমূল, বিজেপি এমনকী বামেরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 8:19 PM IST