মাধ্যমিকে ইংরেজির জন্য শেষ মুহূর্তের Tips

Last Updated:
#কলকাতা: ইংরেজি নিয়ে বাড়তি চিন্তা থাকে ছাত্র ছাত্রীদের ৷ কারণ বাংলা মিডিয়ামের অনেকেই বেশ দেরিতে ইংরেজির শিখতে শুরু করেন ৷ কীভাবে তারা আয়ত্তে আনবেন ইংরেজি ও মাধ্যমিকে উত্তর লেখার সময় কী করবেন ? জানাচ্ছেন বিশিষ্ট শিক্ষিকা-
মাতৃভাষা না বলে এই বিষয়টি নিয়ে বেশ ভয় পান অনেকেই ৷ এটা কাটাতে মনের জোর প্রয়োজন ৷ প্রথমেই ভাবতে হবে যে আমি পারছি ৷ তারপর মেনে চলতে হবে কিছু টিপস ৷ একটু বুঝে ঠিকঠাক লিখলেই ভাল নম্বর পাওয়া যাবে ৷ এমন নয় যে খুব ভাল ভাষার প্রয়োজন ৷ কিন্তু কিছু টেকনিক জানতে হবে ৷ তাতেই আসবে নম্বর ৷
advertisement
  • সিন কম্প্রিহেনশন
  • আনসিন কম্প্রিহেনশন
  • গ্র্যামার
  • ভোকাবুলারিইংরেজি1
advertisement
সিন কম্প্রিহেনশন
পাঠ্যপুস্তকে যা যা থাকে তাই থাকে সিন কম্প্রিহেনশন ৷ তাই বই ভাল করে পড়লেই পুরো নম্বর পাওয়া যেতে পারে ৷ এতে থাকে ২০ নম্বর ৷
যা যা বলা থাকে, আগে থেকে বাংলায় মানে বুঝে তা ক্রমাগত অনুশীলন করতে হবে ৷ এতেই ব্যাপারটা অনেক সহজ হবে ৷
advertisement
এরপরই থাকে True/False . এটাও খুব সহজে করা যায় ৷ যেটা সমস্যা হয় তা হল কেন True বা কেন False, সেটা বোঝানো ৷
Cause/Effect-ও আগে থেকে ভাল করে প্র্যাকটিস করলে পুরো নম্বর পাওয়া যেতে পারে ৷
আনসিন কম্প্রিহেনশন
এক্ষেত্রে আগে থেকে কিছু জানা থাকে না ৷ তাই আগে থেকে প্রশ্নগুলি ভাল করে পড়ে নিতে হবে ৷ তারপর অনুচ্ছেদটা পড়লে মানে ভালভাবে বোঝা যাবে ৷ মানেগুলি সব সময় বোঝা যাবে না ৷ কিন্তু কাছাকাছি মানে বুঝলেও উত্তর লিখে আসতে হবে ৷ উত্তর ছাড়া চলবে না ৷ নেগেটিভ মার্কিং নেই, ফলে ভুল লিখলে নম্বর কাটার কোন ভয়ও নেই ৷ ইংরেজি
advertisement
গ্র্যামার ও ভোকাবুলারি 
ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ প্রেপোজিশন এন্ড আর্টিকেল ৷ এর জন্যও প্রয়োজন অনুশীলন ৷ গ্র্যামার ভোকাবুলরিতে পুরো নম্বর নাও পেতে পারো ৷ কিন্তু তা নিয়ে কোন সমস্যা নেই ৷
রাইটিং স্কিলে থাকে ৩০ নম্বর ৷ এটা একটু সমস্যা তৈরি করে ৷ তবে একটু জেনে, বুঝে করলে ঠিক নম্বর পাওয়া যায় ৷ সব ফরম্যাট ঠিক করে জেনে নিয়ে লিখলে সব ঠিক থাকবে ৷ টেনসদের দিকে নজর রাখতে হবে ৷ কোন প্রশ্ন ছেড়ে আসবে না ৷ সব পয়েন্ট করে লিখতে হবে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকে ইংরেজির জন্য শেষ মুহূর্তের Tips
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement