মাধ্যমিকে ইংরেজির জন্য শেষ মুহূর্তের Tips
Last Updated:
#কলকাতা: ইংরেজি নিয়ে বাড়তি চিন্তা থাকে ছাত্র ছাত্রীদের ৷ কারণ বাংলা মিডিয়ামের অনেকেই বেশ দেরিতে ইংরেজির শিখতে শুরু করেন ৷ কীভাবে তারা আয়ত্তে আনবেন ইংরেজি ও মাধ্যমিকে উত্তর লেখার সময় কী করবেন ? জানাচ্ছেন বিশিষ্ট শিক্ষিকা-
মাতৃভাষা না বলে এই বিষয়টি নিয়ে বেশ ভয় পান অনেকেই ৷ এটা কাটাতে মনের জোর প্রয়োজন ৷ প্রথমেই ভাবতে হবে যে আমি পারছি ৷ তারপর মেনে চলতে হবে কিছু টিপস ৷ একটু বুঝে ঠিকঠাক লিখলেই ভাল নম্বর পাওয়া যাবে ৷ এমন নয় যে খুব ভাল ভাষার প্রয়োজন ৷ কিন্তু কিছু টেকনিক জানতে হবে ৷ তাতেই আসবে নম্বর ৷
advertisement
advertisement
সিন কম্প্রিহেনশন
পাঠ্যপুস্তকে যা যা থাকে তাই থাকে সিন কম্প্রিহেনশন ৷ তাই বই ভাল করে পড়লেই পুরো নম্বর পাওয়া যেতে পারে ৷ এতে থাকে ২০ নম্বর ৷
যা যা বলা থাকে, আগে থেকে বাংলায় মানে বুঝে তা ক্রমাগত অনুশীলন করতে হবে ৷ এতেই ব্যাপারটা অনেক সহজ হবে ৷
advertisement
এরপরই থাকে True/False . এটাও খুব সহজে করা যায় ৷ যেটা সমস্যা হয় তা হল কেন True বা কেন False, সেটা বোঝানো ৷
Cause/Effect-ও আগে থেকে ভাল করে প্র্যাকটিস করলে পুরো নম্বর পাওয়া যেতে পারে ৷
আনসিন কম্প্রিহেনশন
এক্ষেত্রে আগে থেকে কিছু জানা থাকে না ৷ তাই আগে থেকে প্রশ্নগুলি ভাল করে পড়ে নিতে হবে ৷ তারপর অনুচ্ছেদটা পড়লে মানে ভালভাবে বোঝা যাবে ৷ মানেগুলি সব সময় বোঝা যাবে না ৷ কিন্তু কাছাকাছি মানে বুঝলেও উত্তর লিখে আসতে হবে ৷ উত্তর ছাড়া চলবে না ৷ নেগেটিভ মার্কিং নেই, ফলে ভুল লিখলে নম্বর কাটার কোন ভয়ও নেই ৷ 

advertisement
গ্র্যামার ও ভোকাবুলারি
ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ প্রেপোজিশন এন্ড আর্টিকেল ৷ এর জন্যও প্রয়োজন অনুশীলন ৷ গ্র্যামার ভোকাবুলরিতে পুরো নম্বর নাও পেতে পারো ৷ কিন্তু তা নিয়ে কোন সমস্যা নেই ৷
রাইটিং স্কিলে থাকে ৩০ নম্বর ৷ এটা একটু সমস্যা তৈরি করে ৷ তবে একটু জেনে, বুঝে করলে ঠিক নম্বর পাওয়া যায় ৷ সব ফরম্যাট ঠিক করে জেনে নিয়ে লিখলে সব ঠিক থাকবে ৷ টেনসদের দিকে নজর রাখতে হবে ৷ কোন প্রশ্ন ছেড়ে আসবে না ৷ সব পয়েন্ট করে লিখতে হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2019 4:35 PM IST