রবিবার বেরোলে সাবধান! কলকাতার রাস্তায় বিরাট ধস! মেরামতির পরেও কেন এমন হল? উঠছে প্রশ্ন!
- Published by:Tias Banerjee
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
কলকাতার রাস্তায় ফের ধস, ব্রিটিশ আমলের ড্রেনেজ সিস্টেম ঘিরে প্রশ্ন। সোমবার রাত ৯টা নাগাদ ধস, আতঙ্ক ছড়ায়. কেএমসি-র ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মেরামতির কাজ চলছে।
বর্ষায় শহরের রাস্তার করুণ দশা। এদিকে সেদিকে খানাখন্দে জমে আছে জল। তার মধ্যেই ব্যস্ত রাস্তায় বিভীষিকা! সোমবার রাত প্রায় ৯টা নাগাদ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক সংলগ্ন রাস্তায় ধস নামল। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় আগেও একবার রাস্তা বসে গিয়েছিল। সেবার মেরামতির পর আর সমস্যা হবে না বলেই মনে করা হয়েছিল। কিন্তু সেই পুরনো জায়গাতেই ফের বড়সড় ধস, যার জেরে আতঙ্ক ছড়ায় আশপাশে।
ঘটনার পরই কেএমসি-র ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আনা হয়েছে আর্থ মুভার, মেরামতির কাজ শুরু করার তোড়জোড় চলছে।
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
advertisement

advertisement
এছাড়াও সূত্রের খবর, কলকাতার বেশ কিছু এলাকায় এখনও ব্রিটিশ আমলের ইট দিয়ে তৈরি ড্রেনেজ সিস্টেম রয়েছে। পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড— এমন বহু গুরুত্বপূর্ণ রাস্তার নিচেই সেই পুরনো অবকাঠামো রয়ে গিয়েছে।
ড্রেনেজ লাইন বরাবর গজিয়ে ওঠা বড় বড় গাছের শিকড় ওই ইটের গাঁথুনি ফাটিয়ে দেয় বলে মনে করছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। সেখান থেকেই মাটি ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এদিনও সেইরকমই একটা পুরনো লাইনের পাশেই ধস দেখা গিয়েছে। এই ঘটনার পর ফের একবার কলকাতার অবকাঠামোগত নিরাপত্তা ও পুরনো ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 9:14 AM IST