Lalu yadav Grandson: নাতির কী নাম রাখলেন লালু? অর্থ জানালেন নিজেই...কলকাতায় জন্ম তেজস্বী যাদবের ছোট ছেলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
লালুপ্রসাদ যাদব এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের ছবি শেয়ার করে লেখেন, ‘‘আমি আর রাবড়ি দেবী আমাদের নাতনি কাত্যায়নীর ছোট্ট ভাইয়ের নাম রাখলাম ইরাজ৷ তেজস্বী ও রাজশ্রী (লালুর পুত্রবধূ) তাঁদের ছেলের পুরো নাম রেখেছে ইরাজ লালু যাদব৷’’
পটনা: আবার দাদু হয়েছেন লালুপ্রসাদ যাদব। কলকাতার হাসপাতালে জন্ম নিয়েছে তাঁর ছোট ছেলে তেজস্বীর পুত্র। কলকাতা ছাড়ার আগে নাতির নামও রাখলেন নিজেই। এখানেই শেষ নয়, সেই সুসংবাদ সোশ্যাল মিডিয়ার শেয়ারও করলেন আরজেডি সুপ্রিমো৷ বড় ছেলে তেজপ্রতাপকে নিয়ে মহিলা সম্পর্কিত স্ক্যান্ডালের মাঝেই লালুর পরিবারে আসে সুখবর৷ দ্বিতীয়বার বাবা হন লালুর ছোট ছেলে তেজস্বী যাদব৷ মেয়ের কোলে এবার ছেলে৷
লালুপ্রসাদ যাদব এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের ছবি শেয়ার করে লেখেন, ‘‘আমি আর রাবড়ি দেবী আমাদের নাতনি কাত্যায়নীর ছোট্ট ভাইয়ের নাম রাখলাম ইরাজ৷ তেজস্বী ও রাজশ্রী (লালুর পুত্রবধূ) তাঁদের ছেলের পুরো নাম রেখেছে ইরাজ লালু যাদব৷’’
advertisement
advertisement
নাতি নাতনির নামকরণের ব্যাখ্যায় লালু লেখেন, ‘‘নবমীর ষষ্ঠ দিন কাত্যায়নী অষ্টমীর পুণ্যতিথিতে জন্মেছিল কাত্যায়নী আর বজরং বলি হনুমান জি ধন্য মঙ্গলবারে জন্ম নিয়েছে আমাদের ছোট্ট সোনা, তাই নাম রাখা হল ইরাজ৷’’
শেষে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন, তাঁর নাতি এবং তাঁর মা সুস্থ রয়েছেন৷
advertisement
সংস্কৃতে ইরাজ নামের অর্থ ‘পবন পুত্র’। যা প্রভু হনুমানের আরেক নাম৷ এছাড়া ইরাজের অর্থ ফুল, খুশি বা আনন্দও হয়ে থাকে৷ যে কোনও নতুন কিছুর শুরু, অথবা ভোরের আরেক অর্থও ‘ইরাজ’৷
ক’দিন ধরেই লালুর বড়ছেলে তেজপ্রতাপকে নিয়ে তুমুল নারীঘটিত বিতর্ক চলছে৷ তার মধ্যেই কলকাতায় নতির জন্ম৷ স্ত্রী রাবড়ি দেবীকে সঙ্গে নিয়েই কলকাতার হাসপাতালে দেখা করতে এসেছিলেন লালু। নাতির সঙ্গে প্রথম সাক্ষাতের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন লালু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 11:57 AM IST