পঞ্চায়েত নিয়ে শুরু তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নাচতে না জানলে উঠোনের দোষ, কটাক্ষ তৃণমূলের।
আবীর ঘোষাল, কলকাতা: বুধবার পুরুলিয়ায় একটি সাংগঠনিক সভায় যোগ দিতে যান লকেট। সেখানে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “পঞ্চায়েত ভোট সামনে আসছে। প্রত্যেক তৃণমূল নেতাদের ঘরে তদন্ত করা হলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে। বিছানার তলা থেকে এবং মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যাবে। এরা অস্ত্র মজুত করে রাখছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা রক্ত দিয়ে ভোট চায়। এরা খুন দিয়ে ভোট চায়। এরা বন্দুক দিয়ে ভোট চায়। মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে এবং পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন জমা দিতে দেবে না, তার জন্য এরকম করছে। এদের গ্রেফতার করা হয়েছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরা যেন জামিনেও ছাড়া না পায়।”
লকেটের এই বক্তব্যকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘‘লকেট চট্টোপাধ্যায় সাংসদ হিসাবে বিধানসভায় দাঁড়ালেন। তারপর হারলেন। বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দেখে বললেন সুস্থ ভোট। এখন পঞ্চায়েত আসলেই অসুস্থ ভোট কেন? সাংসদ হিসাবে কত বড় ব্যর্থ, নিজের এলাকায় সব বিধানসভায় হেরেছেন। আবার হারবেন। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। এখানে তো বাংলার মানুষের কাছে ভোট চাইতেই তিনি যান না। বিধানসভা ভোটের পরে তো তিনি ব্যস্ত ছিলেন অন্য রাজ্যের ভোট প্রচারে।’’
advertisement
advertisement

এখানেই শেষ নয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন লকেট। তাঁর দাবি, “পুলিশ এবং তৃণমূলের নেতারা এক হয়ে গিয়েছে। থানাগুলো পর্যন্ত তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে গিয়েছে। বর্তমানে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঘুরিয়ে ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই একথা বলা হচ্ছে।” কুণালের অভিযোগ, ‘‘পঞ্চায়েত ভোট নিয়ে দেশে আলাদা নিয়ম হতে পারে না। যারা বলছেন পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে চাই। তাহলে ত্রিপুরায় কেন করলেন না? গোটা দেশের সব রাজ্য জুড়ে যা নিয়ম। তার ব্যতিক্রম হয় না। আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও হারে। নিশ্চিত হার জেনে এই সব বলে চলেছে ৷ নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 7:13 PM IST