India vs Bangladesh: ভাল ক্রিকেটীয় শট খেলতে পারলেই অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়া যায়: কোহলি

Last Updated:

খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে বিরাট কোহলি বলেন, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হল আজ ৷ ব্যাট হাতে আরেকটা ভাল দিন গেল ৷

Photo Courtesy: BCCI
Photo Courtesy: BCCI
অ্যাডিলেড: আরও একটা টানটান উত্তেজনার ম্যাচ ৷ ফের জয় ভারতের ৷ অ্যাডিলেডে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে জিতল ভারত ৷ বাংলাদেশের ইনিংসের মাঝে বৃষ্টি এসে খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হলে বাংলাদেশের টার্গেট বদলে যায় ৷ শেষ হাসি হাসলেন অবশ্য রোহিতরাই ৷ তবে ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে এদিনও দলকে টানলেন সেই বিরাট কোহলিই ৷ এদিন অবশ্য বহু দিন পর রানের মুখ দেখলেন কে এল রাহুলও ৷ ৫০ রান করেন তিনি ৷
advertisement
খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে বিরাট কোহলি বলেন, ‘‘ খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হল আজ ৷ ব্যাট হাতে আরেকটা ভাল দিন গেল ৷ যখন ব্যাট করতে নেমেছিলাম, প্রচণ্ড চাপের মধ্যেও বল ভালই ব্যাটে লাগছিল ৷ আমি এখন খুশি ৷ কোনও কিছুর সঙ্গে তুলনা করছি না ৷ আগে যা হয়েছে, তা হয়ে গিয়েছে ৷ যখনই জেনেছিলাম বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়, আমি সেইমতোই প্রস্তুতি নিয়েছিলাম ৷ আমি জানতাম ভাল ক্রিকেটীয় শট খেলতে পারলেই ভাল হবে ৷ অস্ট্রেলিয়ায় আগে খেলার অভিজ্ঞতাই কাজে লাগত ৷ আমি এই অ্যাডিলেডে খেলতে খুব ভালবাসি ৷ এখানে নেটে ব্যাটিং করার পাশাপাশি মাঠে নামলেই নিজের বাড়ির মতো মনে হয় ৷ এমসিজি-র ইনিংস ছিল স্পেশ্যাল ৷ কিন্তু এখানেও যখন আসি, আমি অত্যন্ত এনজয় করি ব্যাট করতে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: ভাল ক্রিকেটীয় শট খেলতে পারলেই অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়া যায়: কোহলি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement