Kunal Ghosh on Mukul Roy: মুকুল নিখোঁজ হতেই বিস্ফোরক কুণাল! বললেন, 'বৃহস্পতি থেকে শনি উনি বিজেপিতে'

Last Updated:

Kunal Ghosh on Mukul Roy: ফের শিরোনামে মুকুল রায়। তিনি অসুস্থ বলে বেশ কয়েকমাস রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

মুকুল নিখোঁজ হতেই বিস্ফোরক কুণাল
মুকুল নিখোঁজ হতেই বিস্ফোরক কুণাল
কলকাতা: নিখোঁজ থেকে আচমকা দিল্লি যাত্রা। ছেলে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক। ফের শিরোনামে মুকুল রায়। তিনি অসুস্থ বলে বেশ কয়েকমাস রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কিন্তু আচমকা তাঁর এই দিল্লি যাত্রা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, বিষয়টি নিয়ে মুকুল রায়কেই কটাক্ষ করে বসলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি বলেন, "মুকুল রায়ের ব্যাপার উচ্চমার্গের ব্যাপার। তবে শুভ্রাংশুর অভিযোগ যথেষ্ট ভাবার। অভিযোগ গুরুতর। যিনি নিখোঁজ ছিলেন, তার আবার এমন নিখোঁজের কারণ কী? যে কোনও বিষয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে জড়ানো বোধহয় ঠিক নয়। অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে নানা চক্রান্ত চলছে। তা নিয়ে তো মুকুল রায় কোনও কথা বলেনি। শুভেন্দুর ট্যুইটে নাম আসার পরেই, সেটা কিনা জানি না।"
advertisement
advertisement
কুণালের দাবি, "তবে অভিষেকের বিরুদ্ধে যখন অন্যায় চক্রান্ত হয়েছিল। তখন সিনিয়র নেতা হিসাবে কোনও প্রতিবাদ করেননি। আগেই বলেছি সোম থেকে বুধ উনি তৃণমূল। বৃহস্পতিবার থেকে শনি তিনি বিজেপিতে। উনি তো দলের কর্মসূচীতেই থাকেন না। শুভ্রাংশু টাকার খেলার কথা বলছে, ও তাহলে কি সন্দেহ করছে? কীসের ভিত্তিতে বললেন? এটা তদন্তকারীদের উনি বলতে পারবেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশ নিশ্চিত ভাবেই তদন্ত করছে।"
advertisement
তিনি আরও বলেন, "মুকুল রায় বিভিন্ন স্তরে মায়াবী শিল্পের তারকা। এর মধ্যে দলের যোগ দেখতে পাচ্ছি না। আমার মনে হয় অপহরণকারীর লস। মুকুল রায় কবে সুস্থ, আর কবে অসুস্থ, তা বলতে পারব না। হঠাৎ করে যা হল, তাতে বলার কিছু নেই। শুভেন্দুর ট্যুইটে নাম আছে বলে উনি দিল্লি গেলেন, সেটা নিয়ে দলের কিছু বলার নেই। মুকুল রায় কোথায়, কীভাবে আছেন, উনি নিজেই জানেন না। ওনার নামেই কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ আছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Mukul Roy: মুকুল নিখোঁজ হতেই বিস্ফোরক কুণাল! বললেন, 'বৃহস্পতি থেকে শনি উনি বিজেপিতে'
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement