Kunal Ghosh: 'শুভেন্দু ভাগ্য ভাল বলেনি, এতো গরমের জন্য তৃণমূল দায়ী,' কটাক্ষ কুণালের

Last Updated:

Kunal Ghosh: সাংবাদিক বৈঠকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ
শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ
কলকাতা: সাংবাদিক বৈঠকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "ওঁনার (শুভেন্দু অধিকারী) জানা উচিত জল ধরো, জল ভরো সাকসেসফুল। জল নিয়ে সেনসাস বেরিয়েছে। তাতে বাংলার প্রশংসা করা হয়েছে। তাহলে দিল্লি, রাজস্থানে গরম কেন? বাংলায় ছোট-বড় জলাধার সবচেয়ে বেশি। জল সংকট এখন হচ্ছে না। ওয়াটার বডি সেনসাস রিপোর্ট দেখে নিন। আমাদের ভাগ্য ভাল, শুভেন্দু অধিকারী বলেননি যে, এত গরম পড়েছে যে তৃণমূল কংগ্রেস দায়ী।"
নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মতো এদিন তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি নিয়ে বলেন, "তাপস সাহা নিয়ে কোনও মন্তব্য নয়। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে আইনি লড়াই লড়ুন। আর ওনার লঘু কথা বলার অধিকার নেই।"
advertisement
advertisement
কুণাল বলেন, "রাজ্য সরকার চাকরি দিতে চায়৷ মুখ্যমন্ত্রী চাকরি দিতে চায়। কিন্তু এখানে মিলিত রাজনৈতিক শক্তি, আদালতে গিয়ে মামলা করে চাকরি আটকাচ্ছে। ডিএ নিয়ে দাবি হতেই পারে। তবে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে৷ প্রশাসন আলাদা করে দেখছে।"
advertisement
তিনি আরও জানান, "রাজনৈতিক পর্যটকরা আবার আসছেন। অনেক মৃতদেহ দেখে রাজনীতি করবে। এরা উত্তরপ্রদেশ যায় না। কিন্তু এখানে তদন্ত হবার আগেই চলে আসে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'শুভেন্দু ভাগ্য ভাল বলেনি, এতো গরমের জন্য তৃণমূল দায়ী,' কটাক্ষ কুণালের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement