Tripura| Kunal Ghosh| ত্রিপুরাতেও অষ্টপ্রহর বাইকবাহিনীর নজরদারি! ভিডিও ফাঁস করে মারাত্মক অভিযোগ কুণালের

Last Updated:

Tripura| Kunal Ghosh| শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি ত্রিপুরার একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর অভিযোগ ক্রমাগত বাইক নিয়ে তাঁকে ফলো করা হয়েছে।

#আগরতলা: ত্রিপুরাতেও এবার নজরদারির অভিযোগ। ভিডিও ফাঁস করে এমন চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। গত কয়েকদিন তিনি ছিলেন ত্রিপুরায়। একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করার পাশাপাশি, তিনি দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন। শনিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় তিনি ত্রিপুরার একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর অভিযোগ ক্রমাগত বাইক নিয়ে তাঁকে ফলো করা হয়েছে।
এর আগে অভিষেক বন্দোপাধ্যায়ও তাঁর সফরে অভিযোগ করেছিলেন 'বাইক বাহিনীর' বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় বাইক বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর।
এদিন কুণালও একই সুরে অভিযোগ আনলেন। ট্যুইটটিতে তিনি লিখেছেন, "ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে। আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে! ধন্যবাদ বিজেপি। আবার যাব ত্রিপুরায়"
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য গত কালই তিনি ফিরেছেন ত্রিপুরা থেকে।  ত্রিপুরায় সংগঠনের শক্তি বাড়াতে আদাজল খেয়ে নেমেছে তৃণমূল। দলের পাখির চোখ ২০২৩ নির্বাচন। ত্রিপুরার ভালো ফল করে দিল্লিকে লোকসভা ভোটের আগেই একটা ধাক্কা দিতে চাইছে তৃণমূল । সেই কারণেই মাঠে নেমে মরিয়া লড়াই দিচ্ছেন নেতারা। সপ্তাহ দুয়েক পর ফের ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল তাঁর আগে গিয়ে বেশ কয়েকটি সেতুবন্ধনের কাজ করেছেন বলেই ধারণা রাজনৈতিক মহলের। তিনি কথা বলেছেন বাম নেতা অজয় বিশ্বাস, প্রদ্যোত কিশোর মানিক্যর সঙ্গেও। এই কথাবার্তার ফল শীঘ্রই ফলতে চলেছে বলে অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tripura| Kunal Ghosh| ত্রিপুরাতেও অষ্টপ্রহর বাইকবাহিনীর নজরদারি! ভিডিও ফাঁস করে মারাত্মক অভিযোগ কুণালের
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement