Kunal Ghosh on Partha Chatterjee: 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দেখুন জেলে কেমন লাগে!' বিস্ফোরক কুণাল

Last Updated:

এ দিনই পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷

#কলকাতা: তাপস রায়ের পরে এবার কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বিস্ফোরক তৃণমূলের আর এক শীর্ষ নেতা। তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকেই এ দিন দলের প্রাক্তন মহাসচিবকে তীব্র আক্রমণ শানান কুণাল৷ যদিও এই মতকে নিজের ব্যক্তিগত বলেই দাবি করেছেন তিনি৷
এ দিনই পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ এই প্রসঙ্গেই কুণাল বলেন, ' মুখপাত্রের বাইরে গিয়ে বলছি। কারা কর্তৃপক্ষ যেন তাঁকে বাড়তি সুবিধা না দেন৷ জেলে ঢোকানো হল। যেন রাজকীয় ভাবে হাসপাতালে না ঢুকে পড়েন৷ আমি যখন বন্দি ছিলাম তখন কেউ কেউ আমাকে পাগল বলেছিলেন। আজ দেখুন জেল কেমন লাগে! আমার নাম করে শাস্তি দেওয়ার কথা বলেছিলেন। আমি বন্দি হিসাবে যা যা আইনত পেয়েছি,উনিও যেন তার থেকে অতিরিক্ত কোনও সুবিধা না পান। আমার বিরুদ্ধে প্রথম থেকে ষড়যন্ত্র করেছিলেন। আমাকে বলেছিলেন খুঁচিয়ে পাগল। আশা করব, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে জেল কর্তৃপক্ষ যেন সব নিয়ম পালন করে৷ হাসপাতালে নয়, কারাগারে রাখতে হবে। সুবিধা পেলে আমি ব্যবস্থা নেব৷ যাঁরা  আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন, তাঁদের একই হাল হবে। আমি বেঁচে থেকে দেখে যাব।'
advertisement
advertisement
গতকালই এক প্রশ্নের উত্তরে তাপস রায় জানিয়েছেন, ‘ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, ও তদন্তকারী সংস্থা বা আদালতের সামনে তা বলে দিচ্ছে না কেন। আসলে ও সারাজীবন অনেক ষড়যন্ত্রের সঙ্গে নিজেই যুক্ত ছিল বলে এখানে ষড়যন্ত্রের ভূত দেখছে।’
advertisement
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা ৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি ৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে ৷
advertisement
সূত্রের খবর, গত কয়েকদিন পার্থ চট্টোপাধ্যায়কে কয়েক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’’ জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷ এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ওই টাকা তার নয়৷পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, 'তাহলে টাকা কার?' এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, 'বলতে পারব না৷'
advertisement
টাকার  মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ৷কারা ষড়যন্ত্র করেছে, সময় মতো তাও জানা যাবে বলে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ জিজ্ঞাসাবাদের সময় পার্থকে তদন্তকারীরা এই সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? সূত্রের খবর, সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Partha Chatterjee: 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দেখুন জেলে কেমন লাগে!' বিস্ফোরক কুণাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement