হোম /খবর /কলকাতা /
জামিন পেয়েই ন্যাড়া হলেন, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বিরাট প্রতিজ্ঞা কৌস্তভের

Koustav Bagchi: জামিন পেয়েই ন্যাড়া হলেন, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বিরাট প্রতিজ্ঞা কৌস্তভের

আদালত চত্বরেই ন্যাড়া হলেন কৌস্তভ বাগচী৷ ছবি- অমিত সরকার৷

আদালত চত্বরেই ন্যাড়া হলেন কৌস্তভ বাগচী৷ ছবি- অমিত সরকার৷

শুধু মুখের কথা নয়, আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা ন্যাড়া করতে বসে পড়েন কৌস্তভ৷

  • Share this:

কলকাতা: জামিন পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান তিনি৷ জামিন পেয়ে আদালত চত্বর থেকে বেরিয়েই কৌস্তভ হুঁশিয়ারি দেন, এখনই আমি মাথার চুল কামাবো৷ যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে পারব, আমার মাথায় চুল গজাবে না৷

শুধু মুখের কথা নয়, আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা ন্যাড়া করতে বসে পড়েন কৌস্তভ৷ একই সঙ্গে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ এবার আরও ভাল ভাবে চিনল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেবো এবার৷ আরও কঠিন লড়াই আসছে৷ আদালতের লড়াইয়ে নাস্তানাবুদ করব৷ এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রেমী মানুষের জয়৷'

আরও পড়ুন: জামিন পেলেন কৌস্তভ বাগচী, আদালতে জোর ধাক্কা খেল পুলিশ

সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছিলেন কৌস্তভ৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে নিয়ে দীপক ঘোষের  দু'টি বই নিয়ে প্রচারের হুমকি দেন কংগ্রেস নেতা৷ এর পরেই শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী৷ ভোর রাত তিনটে নাগাদ কংগ্রেস নেতার বাড়িতে হানা দেয় পুলিশ৷ দীর্ঘক্ষণ জেরার পর কৌস্তভকে এ দিন সকালে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, শ্লীলতাহানি, মহিলার সম্মানহানি, হুমকি, অশান্তিতে উস্কানির মতো গুরুতর অভিযোগ আনে পুলিশ৷ যদিও ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে জামিন পেয়ে যান কংগ্রেস নেতা৷

আদালত চত্বরে মাথা ন্যাড়া করা পর কৌস্তভ ফের বলেন, 'স্বৈরাচারী শাসকরা এসবই করেন৷ এবার তাদের উৎখাত করার দায়িত্ব আমাদের৷ সেই কারণেই আজকে আদালতের সামনে পণ, প্রতিজ্ঞা করলাম৷ যে কথা বলেছি, তা আরও একশো গুন জোরে বলব৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার মাথায় চুল গজাবে না৷'

বিস্তারিত আসছে...

Published by:Debamoy Ghosh
First published: